Mamata Banerjee in Oxford: অক্সফোর্ডে আজ বক্তব্য রাখবেন মমতা, মুখ্যমন্ত্রীকে ঘিরে তুঙ্গে আগ্রহ
Mamata Banerjee in Oxford: কেলগ কলেজ জানিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় হলেন ভারতের অন্যতম প্রভাবশালী নেত্রী। প্রভাবশালী এই নেত্রীর রাজনৈতিক, সাহিত্যিক ও সাংস্কৃতিক জার্নি সম্পর্কে অনেককিছুই জানা যাবে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অক্সফোর্ডের কেলগ কলেজে আজ বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিকেলে ব্রিটেনের সময় সাড়ে পাঁচটা নাগাদ তিনি বক্তব্য রাখবেন। তবে অক্সফোর্ডে মুখ্যমন্ত্রী পৌঁছে যাবেন দুপুর বেলাতেই।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
সূত্রের খবর মুখ্যমন্ত্রী অক্সফোর্ডের বিভিন্ন জায়গা পরিদর্শন করবেন । এছাড়া সেখানকার বেশ কিছু গবেষক ও অধ্যাপক তার সঙ্গে দেখা করতে পারেন । তারপরেই মুখ্যমন্ত্রীর বক্তব্যের অনুষ্ঠান। অক্সফোর্ডে আজ মুখ্যমন্ত্রীর সঙ্গী সৌরভ গঙ্গোপাধ্যায়। ইতিমধ্যেই সৌরভ লন্ডনে পৌঁছে গিয়েছেন লন্ডন থেকে মুখ্যমন্ত্রী অক্সফোর্ড যাবেন সড়কপথে।
আরও পড়ুন-'সব ফরম্যাটের জন্য প্রস্তুত', এই ভারতীয় আইপিএল নেতায় মুগ্ধ সৌরভ! করলেন ভূয়সী প্রশংসা
মুখ্যমন্ত্রীর সঙ্গে আজ আলাপচারিতায় থাকবেন কেলগ কলেজের প্রেসিডেন্ট অধ্যাপক জোনাথন মিচিই ও লর্ড করণ বিলমোরিয়া। প্রায় এক ঘণ্টার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখবেন সোস্যাল ডেভলপমেন্ট, কন্যা সন্তান ও মহিলাদের উন্নয়নের উপরে।
আরও পড়ুন-মার্চেই আতঙ্কের শুরু, সপ্তাহান্তে এইসব জেলায় ৪০ ডিগ্রি পর্যন্ত ছুঁতে পারে তাপমাত্রা
মুখ্যমন্ত্রী সম্পর্কে বলতে গিয়ে কেলগ কলেজ জানিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় হলেন ভারতের অন্যতম প্রভাবশালী নেত্রী। প্রভাবশালী এই নেত্রীর রাজনৈতিক, সাহিত্যিক ও সাংস্কৃতিক জার্নি সম্পর্কে অনেককিছুই জানা যাবে।
বেলা ১টা নাগাদ মুখ্যমন্ত্রী অক্সফোর্ড পৌঁছনোর কথা। বক্তব্য রাখার সময় ঠিক হয়েছে বিকেল পাঁচটা। মধ্যের সময়ে অক্সফোর্ডের বিভিন্ন জায়গা ঘুরে দেখবেন। ঘুরে দেখবেন অক্সফোর্ডের লাইব্রেরিও।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)