Mamata Banerjee: সরকারি কর্মসূচি, সঙ্গে প্রশাসনিক বৈঠকও! সোমে উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী.....

Mamata Banerjee:  নিরাপত্তায় চাদরে মুড়ে ফেলা হয়েছে শিলিগুড়ি ও লাগোয়া এলাকা। চলছে পুলিসি টহলদারি।  

তনুময় ঘোষাল | Updated By: May 18, 2025, 08:37 PM IST
Mamata Banerjee: সরকারি কর্মসূচি, সঙ্গে প্রশাসনিক বৈঠকও! সোমে উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী.....

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী। আগামীকাল, সোমবার শিলিগুড়িতে পৌঁছবেন তিনি। এই সফরকে ঘিরে এখন সাজো সাজো রব প্রশাসনিক মহলে। নিরাপত্তায় চাদরে মুড়ে ফেলা হয়েছে শিলিগুড়ি ও লাগোয়া এলাকা। চলছে পুলিসি টহলদারি।

আরও পড়ুন:  Anubrata Mandal: 'পদের মায়া করি না, পদ না পেলে অম্বল হয়ে যাবে এমনটা নয়', কাকে নিশানা অনুব্রতর?

গত বুধবার সাংবাদিক সম্মেলনে উত্তরবঙ্গ সফরের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী নিজেই। সূত্রের খবর, আগামীকাল সোমবার বাগডোগরা বিমানবন্দর থেকে সড়কপথে শিলিগুড়ির দীনবন্ধ মঞ্চে যাবেন মমতা। সেখানে একটি সরকারি কর্মসূচিতে যোগ দেবেন তিনি। রাতে থাকবেন উত্তরকন্যায়। এরপর মঙ্গলবার ২০ মে ফুলবাড়ির ভিডিওকন গ্রাউন্ডে একটি কর্মসূচিতে যোগ দেওয়ার কথা মুখ্য়মন্ত্রীর। বুধবার  উত্তরকন্যায় উত্তরবঙ্গের একাধিক জেলার প্রশাসনিক কর্তাদের  সঙ্গে বৈঠক।  ২২ মে  কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী।

গত লোকসভা ভোটে শুধুমাত্র কোচবিহার আসনেই জিতেছিল তৃণমূল। কিন্তু তারপর একে এক উপনির্বাচনে ঘাসফুল ফুটেছে উত্তরবঙ্গে। শুধু তাই নয়, সম্প্রতি তৃণমূলের যোগ দিয়েছেন আলিপুরদুয়ারের প্রাক্তন বিজেপি সাংসদ, একদা কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লাও। এই প্রেক্ষাপটে মুখ্য়মন্ত্রীর উত্তরবঙ্গ সফর যথেষ্ট তাত্‍পর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
 

 
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)
.