নিজস্ব প্রতিবেদন: মাঠে ঝুলে থাকা হাই ভোল্টেড তারে বিদ্যুতস্পৃষ্ট হয়ে প্রাণ গেল আমডাঙ্গার এক যুবকের। সোমবার সকালে এনমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে আমডাঙ্গা থানার রাহানা গ্রামে। মৃত যুবকের নাম সাবির আলি(৩৫)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিনে ভোরবেলা মাঠে কাজে গিয়েছিলেন সাবির। গ্রামবাসীদের দাবি, বেশকিছু দিন ধরেই সাবিরের জমিতে এগারো হাজার ভোল্টের বিদ্যুতের তারটি ঝুলে ছিল। মাটি থেকে ৪-৫ ফুট উঁচুতে ছিল তারটি। কোনওক্রমে সেটি ছুঁয়ে ফেলে সাবির। তাতেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়।


এদিকে ওই ঘটনার জেরে গ্রামবাসীদের ক্ষোভ গিয়ে পড়ে বিদ্যুত্ দফতরের কর্মীদের উপরে। রাস্তা আটকে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। তাদের দাবি, দীর্ঘদিন ধরে বিদ্যুত্ দফতরে জানানো সত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এখন যে তরতাজা প্রাণটি চলে গেল তার কী হবে? সাবিরের স্ত্রী গর্ভবতী। তার পরিবারের কথা ভেবে ক্ষতিপূরণ দিক বিদ্যুত্ দফতর। আমডাঙ্গা থানার পুলিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে।


আরও পড়ুন-Bardhaman: দাম শুনলে চোখ কপালে উঠবে, এসটিএফের অভিযানে উদ্ধার ৯৪৩ গ্রামের 'তেজস্ক্রিয়' ধাতু


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)