Saddam Hossain Death: বউদির বাড়ি এসে গুলি খেয়ে মারা গেল সাদ্দাম হোসেন

Malda Shocker: ঘটনাস্থলে হরিশ্চন্দ্রপুর থানার পুলিস। শুরু হয়েছে তদন্ত। কারা গুলি চালিয়েছে। কেন গুলি চালানো হয়েছে

সিকান্দর আবু জ়াফর | Updated By: Jun 17, 2025, 03:31 PM IST
Saddam Hossain Death: বউদির বাড়ি এসে গুলি খেয়ে মারা গেল সাদ্দাম হোসেন

রণজয় সিংহ: মালদহে ফের গুলি চালনার ঘটনা। বৌদির বাড়িতে এসে গুলিবিদ্ধ দেওর। মাথা লক্ষ্য করে গুলি। ঘটনাস্থলেই মৃত্যু দেওয়রের। ব্যাপক চাঞ্চল্য খোকরা এলাকায়। খুনের কারণ নিয়ে ধন্দে পরিবার। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম সাদ্দাম হোসেন (৩০ )। বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার রঙ্গাইপুর এলাকায়।

পরিবার সূত্রে জানা গেছে প্রতিদিনের মতো এই দিনও ইসলামপুর গ্রামে ইটভাটা যাওয়ার উদ্দেশে খোকরা গ্রামে বৌদি তথা 'প্রেমিকা' সাকিলা খাতুনের বাড়িতে যান সাদ্দাম। যেখানে ইদানিং তার অবাধ যাতায়াত ছিল বলে দাবি স্থানীয়দের। যদিও সাদ্দাম এবং সাকিলা দুজনেই বিবাহিত বলে জানা গেছে। সাকিলার বাড়িতেই সাদ্দামকে লক্ষ্য করে চলে গুলি। গুলি লাগে মাথার ডান দিকে। সেখান থেকে তাকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মালদা মেডিকেল কলেজে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুন-'আয়রন ডোম' কি ফাঁপা আওয়াজ! ইজরায়েলের সেনা সদরে আছড়ে পড়ল ইরানি মিসাইল

আরও পড়ুন-ইরানের ইতিহাস বদলে দেওয়া খোমেইনিদের শিকড় উত্তরপ্রদেশে! ভুয়ো ভাববেন না, সত্যি...

ঘটনাস্থলে গেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিস। শুরু হয়েছে তদন্ত। কারা গুলি চালিয়েছে। কেন গুলি চালানো হয়েছে। তবে সাকিলার দিদির দাবি, আত্মহত্যা করেছে। আমার বোনকে বিয়ের প্রস্তাব দিতে এসেছিল। আমার বোন সেই প্রস্তাবে রাজি না হওয়ায়, নিজের মাথায় গুলি করে সে আত্মহত্যা করে।

ইতিমধ্যে হরিশ্চন্দ্রপুর থানার পুলিস সাকিলা খাতুনকে আটক করে হরিশ্চন্দ্রপুর থানায় নিয়ে যায়। পরকীয়ার কারণে খুন? না পেছনে অন্য কোন কারণ, খতিয়ে দেখছে হরিশ্চন্দ্রপুর থানারপুর থানার পুলিস।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.