Domjur incident: খেলার বল নিয়ে ঝগড়া, খেলতে গিয়ে খুন! ৪ বছরের শিশুকে মেরে ফেলে নাবালক!

4 years old child killed over a ball in Howrah: নাবালক ডোমজুড়ে দর্জির কাজ শিখতে এসেছিল।  সিসিটিভি ফুটেজে ওই শিশুকে হেঁটে যেতে দেখা যায়। 

Updated By: Mar 28, 2025, 02:26 PM IST
Domjur incident: খেলার বল নিয়ে ঝগড়া, খেলতে গিয়ে খুন! ৪ বছরের শিশুকে মেরে ফেলে নাবালক!

দেবব্রত ঘোষ: ডোমজুড়ে শিশু খুনের ঘটনায় গ্রেফতার এক নাবালক। খেলার বল নিয়ে বিবাদের জেরেই এই খুনের ঘটনা বলে পুলিস সূত্রে খবর। ডোমজুড় থানার অন্তর্গত দাসপাড়া এলাকায় গতকাল বাড়ির কিছু দূরে ঝোপের মধ্যে পাওয়া যায় বছর চারেকের এক শিশুর দেহ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News 

নিহত শিশুর মুখে ও শরীরে আঘাতের চিহ্ন ছিল। খবর পেয়ে তদন্তে নামে পুলিস। সিসিটিভি ফুটেজে ওই শিশুকে হেঁটে যেতে দেখা যায়। সেইসময় তার পিছনেই ছিল ধৃত নাবালক। সেই সূত্র ধরেই ওই নাবালককে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিস। জেরার মুখে ভেঙে পড়ে সে। অপরাধের কথা স্বীকার করে নেয় ধৃত নাবালক। জানায় খেলার বল নিয়ে বিবাদের জেরেই গলায় জামার ফাঁস দিয়ে শ্বাসরোধ করে ওই শিশুকে খুন করেছে সে।

পুলিস সূত্রে জানা গিয়েছে, আদতে দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা ওই নাবালক ডোমজুড়ে দর্জির কাজ শিখতে এসেছিল। হাওড়ার পুলিস কমিশনার, প্রবীণ কুমার ত্রিপাঠি জানান, সামান্য খেলার সময়ের বিবাদ থেকে এই খুনের ঘটনা। গ্রেফতার করা হয়েছে ওই নাবালককে। তাকে জুভেনাইল জাস্টিস বোর্ডে পেশ করা হবে।

আরও পড়ুন, Hyderabad priest gets lifetime: আরও এক ভয়ংকর 'সিমেন্ট মার্ডার'! অভিনেত্রী প্রেমিকাকে নৃশংস হত্যা পুরোহিতের, হাড়হিম হায়দরাবাদ...

আরও পড়ুন, UP man gets wife married to her lover: 'মেরঠের মতো খুন হতে চাইনি!' কেন প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন স্ত্রীর? স্বামী জানালেন আসল কারণ...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.