নকিব উদ্দিন গাজী: সোশ্যাল মিডিয়ায় পরিচয়, আর তারপর ‘বুগি বুগি ড্যান্স গ্রুপ’-এ সুযোগ করে দেওয়ার লোভ দেখিয়ে নাবালিকাকে পাচার। ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার উস্থি থানা এলাকায়। এক সপ্তম শ্রেণির নাবালিকাকে বিহারে নিয়ে পালিয়ে যায় এক যুবক বলে অভিযোগ।
আরও পড়ুন:GST rates on cigarettes, drinks: GST-তে বড় বদল! সুখটান ও সুরাপানে কি বাড়তে চলেছে খরচ?
ঘটনাটির পর নাবালিকার পরিবারের পক্ষ থেকে উস্থি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে ডায়মন্ড হারবার পুলিস জেলার অতিরিক্ত পুলিস সুপার (জোনাল) মিতুন কুমার দে-র নির্দেশে, ডায়মন্ড হারবার এসডিপিও-র নেতৃত্বে উস্থি থানার পুলিস, এসওজি ও টেকনিক্যাল টিম তদন্তে নামে। তদন্তে জানা যায়, ওই নাবালিকাকে বিহারের জেহানাবাদ থানার কাকো পি এস এলাকায় পাচার করা হয়েছে।
সঙ্গে সঙ্গেই অভিযান চালিয়ে পুলিস বিহারের কাকো পি এস এলাকার এক জায়গা থেকে নাবালিকাকে উদ্ধার করে। এই ঘটনায় ডায়মন্ড হারবার পুলিস জেলার অতিরিক্ত পুলিস সুপার (জোনাল) মিতুন কুমার দে জানান, উস্থি থানার ওই নাবালিকা নাচের প্রতি আগ্রহী ছিল। সেই আগ্রহকেই কাজে লাগিয়ে অভিযুক্ত ব্যক্তি সামাজিক মাধ্যমে বন্ধুত্ব গড়ে তোলে এবং ড্যান্স গ্রুপে সুযোগ দেওয়ার নাম করে তাকে বিহারে নিয়ে পাচার করে দেয়। এই ঘটনার সঙ্গে কারা কারা জড়িত কীভাবে তাকে নিয়ে যাওয়া হয়েছিল অর্থের বিনিময়ে তাকে পাচার করা হয়েছিল কিনা সব বিষয়ে তদন্ত শুরু করেছেন পুলিস প্রশাসন।
আরও পড়ুন:BJP leader Shot Dead: বাড়ি ফিরছিলেন! গাড়ি থেকে নামতেই চলল গু*লি, ঘটনাস্থলেই শেষ বিজেপি নেতা...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)