শ্রীকান্ত ঠাকুর: বিশেষ ভাবে সক্ষম মেয়েকে বালিশ চাপা দিয়ে খুনের অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে (Mother Kills Daughter)। দক্ষিণ দিনাজপুর (Dakshin Dinajpur) জেলার গঙ্গারামপুর থানার নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের পাটুল গ্রামের ঘটনা।
আরও পড়ুন: Donald Trump Warns Iran: 'ইসরায়েল কী করছে দেখব না, তুমি এদিকে হাত বাড়ালে একেবারে মুছে দেব পৃথিবী থেকে' ইরানকে হুমকি ট্রাম্পের...
আরও পড়ুন: Sharmistha's Prediction About Plane Crash: হতবাক বিশ্ব! সাতদিন আগেই কীভাবে বিমান দুর্ঘটনার ভবিষ্যদ্বাণী শর্মিষ্ঠার? নক্ষত্রসমাবেশ নিয়ে বিস্ময়কর যা বলেছেন...
হতভাগ্য আফরিন পারভিন
কেন এরকম করলেন মা? মেয়ে বিশেষ চাহিদা সম্পন্ন হওয়ায় এমন ঘটনা ঘটিয়েছেন মা বলে অনুমান সকলের। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে আসার পাশাপাশি ঘটনায় অভিযুক্ত মা রিম্পা বিবিকে গ্রেফতার করেছে গঙ্গারামপুর থানার পুলিস।
বাবা রাজমিস্ত্রি
জানা গিয়েছে মৃত ওই বালিকার নাম আফরিন পারভিন, বয়স ৯ বছর। বাবা আবদুল আজিজ পেশায় রাজমিস্ত্রি। বাড়িতে স্ত্রী এবং এক মেয়ে ও এক ছেলেকে নিয়ে বসবাস আবদুল আজিজের।

হাড়হিম রবিদুপুর
অভিযোগ, রবিবার সকালে প্রতিদিনের মতো রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন আব্দুল আজিজ। দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে বিশেষ ভাবে সক্ষম ৯ বছরের মেয়েকে বালিশ চাপা দিয়ে খুন করেন তার মা বলে অভিযোগ গ্রামবাসী ও আত্মীয়দের।
শোরগোল
এমন ঘটনা জানাজানি হতেই ওই গ্রামে শোরগোল পড়ে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গঙ্গারামপুর থানার পুলিস। পুলিস পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। আফরিন পারভিনের মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসার পাশাপাশি অভিযুক্ত মা রিম্পা বিবিকে গ্রেফতার করেছেন গঙ্গারামপুর থানার পুলিস।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)