Man Romancing With Step-Mother: অনলাইন রোম্যান্স! ৭ মাস ধরে সত্‍ মায়ের সঙ্গেই প্রেম, জানতে পেরেই যুবক গলায়...

Shocking love story: অনলাইন বন্ধুত্ব এবং ৭ মাসেরও বেশি সময় ধরে স্থায়ী সম্পর্ক এক ভয়াবহ মোড় নেয়। দুজনের পরিচয় একটি অনলাইন প্ল্যাটফর্মে, তারপর নম্বর বিনিময়...

দেবস্মিতা দাস | Updated By: Mar 20, 2025, 01:05 PM IST
Man Romancing With Step-Mother: অনলাইন রোম্যান্স! ৭ মাস ধরে সত্‍ মায়ের সঙ্গেই প্রেম, জানতে পেরেই যুবক গলায়...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অনলাইন ডেটিং অ্যাপে (Dating App) আলাপ। ঘুণাক্ষরেও বুঝতে পারেননি কী ঘটতে চলেছে। আসল ঘটনা সামনে আসতেই পায়ের তলার মাটি সরে যায় বঠর ১৮ যুবকের। ডেটিং অ্য়াপে (Online Romance) আলাপের পরই একটু একটু করে মেয়েটিকে ভালো লাগতে শুরু তার। বেশকিছুদিন ফোনালাপের পর শুরু হয় সম্পর্ক। মেয়েটিকে নিজেকে ডিভোর্সী বলেই দাবি করে। 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News

ইন্টারনেটের এই যুগে অনলাইন প্রেম আর অসাধারণ কিছু নয়। এক্ষেত্রেও তাই, প্রথমে আলাপ, তারপর নম্বর বিনিময় এবং ফোনে কথা বলতে শুরু করা। মুর্শিদাবাদের রাণীনগরের এই যুবকের প্রেম যে আশ্চর্য মোড় নেবে তা আঁচ করেনি সে আগে। বাবার ফোনে রান্নার গ্যাস বুক করতে গিয়ে অদ্ভুত একটি জিনিস লক্ষ্য করে। বাবার একজনের সঙ্গে চ্যাট এবং ফোনের রেকর্ডিংয় শুনে হোঁচট খেয়ে পড়ে সে। 

এ তো সেই মেয়ে যার সঙ্গে বিগত ৭ মাস ধরে প্রেম করছে সে। তার মানে যার সঙ্গে সে প্রমের সম্পর্কে রয়েছে সেই মেয়েটি বাবার দ্বিতীয় স্ত্রী এবং তাঁর সত্‍ মা। এরপরই আত্মগ্লানিতে কঠিন পদক্ষেপ করে যুবক। কীটনাশক খেয়ে আত্মহননের পথ বেছে নেয়। এদিকে  প্রথম স্ত্রীর মৃত্যুর পর, গোপনে যে দ্বিতীয় বিয়ে করেছিলেন, তা প্রিয়জনদের কাছ থেকে গোপন রেখেছিলেন বাবা। ছেলে জানতে পেরে ধাক্কা পেয়ে সে কথা প্রেমিকা অর্থাত‍‍ বাবার স্ত্রীকেই জানিয়ে বসেন।

অবস্থা বেগতিক দেখে ওই মহিলা তার স্বামী - ছেলেটির বাবাকে সতর্ক করে। এরপরই ১৮ বছর বয়সী ওই যুবকের বাবা বাড়িতে পৌঁছানোর পর তাকে বিছানায় অচেতন অবস্থায় পেয়ে হাসপাতালে নিয়ে যান। চিকিত্‍সার পর সেরেও ওঠে সে। 

(আত্মহত্যা শুধু আপনাকেই নয়, আপনার কাছের মানুষদেরও শেষ করে দেয়। আপনি কোনও ভাবে বিষণ্ণ বা অবসাদগ্রস্ত হলে কল করুন ৯১৫২৯-৮৭৮২১ নম্বরে। সোম থেকে শনি সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ফোন করার সময়।)

আরও পড়ুন, west Bengal weather update: আগামী ২ ঘণ্টায় ৩ জেলায় ধেয়ে আসছে বৃষ্টি, বইবে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

আরও পড়ুন, Swimming Teacher | Kolkata Crime: চিতপুরে রক্তের দাগ! এগারোর মেয়ে একা ঘরে, মায়ের নাম করে এল সাঁতারের টিচার আর...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.