close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

মাঝেরহাট, শিলিগুড়ির পর এবার কাকদ্বীপ, নদীর উপর ভেঙে পড়ল সেতু

ফের ভেঙে পড়ল  সেতু।

Updated: Sep 24, 2018, 03:54 PM IST
মাঝেরহাট, শিলিগুড়ির পর এবার  কাকদ্বীপ, নদীর উপর ভেঙে পড়ল সেতু

 নিজস্ব প্রতিবেদন:  পোস্তা, মাঝেরহাট,  শিলিগুড়ির পর এবার কাকদ্বীপ। ফের ভেঙে পড়ল  সেতু।

সোমবার সকালে কাকদ্বীপে কালনাগিনী নদীর উপর নবনির্মীত সেতু ভেঙে পড়ে। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। সেতুটিতে ফাটল দেখা দিয়েছিল বলে অভিযোগ গ্রামবাসীদের। প্রশাসনকে জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে গ্রামবাসীদের অভিযোগ।
এবিষয়ে সংশ্লিষ্ট দফতরের আধিকারিক  জানিয়েছেন, কেন সেতুটি ভেঙে পড়ল তা খতিয়ে দেখা হবে।  সেতু নির্মাণে  নিম্নমানের সামগ্রী ব্যবহারের ফলে কি দুর্ঘটনা, তা তদন্ত করে দেখা হবে।

প্রসঙ্গত, ৪   সেপ্টেম্বর, মঙ্গলবার ভেঙে পড়েছে কলকাতার মাঝের হাট ব্রিজ।  ঘটনায় ৩ জনের মৃত্যু হয়। আহত হন বেশ কয়েকজন। সেক্ষেত্রেও ৪০ বছর আগে নির্মীত ব্রিজের স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন ইঞ্জিনিয়াররা।  মাঝেরহাটকাণ্ডের ঠিক ৪ দিনের মাথায় শিলিগুড়ির ফাঁসিদেওয়ায় সেতু ভেঙে পড়ে। ভাঙা সেতু থেকে ঝুলতে থাকে ট্রাক। সেক্ষেত্রেও সেতু রক্ষণাবেক্ষণের অভিযোগ ওঠে। সেতু দুর্বল ছিল বলে জানান ইঞ্জিনিয়াররাও।

এর আগে শিলিগুড়িতেও একটি নির্মীয়মাণ ব্রিজ ভেঙে পড়ে। এই নিয়ে গত দুমাসে চারটি ব্রিজ ভেঙে পড়ল।