নিজস্ব প্রতিবেদন: মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে সকাল থেকে দফায় দফায় সংঘর্ষ বর্ধমানে। পুলিসের সামনেই বিজেপি প্রার্থী-সহ বিরোধী নেতাকর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিরোধীদের অভিযোগ, প্রার্থী ও প্রস্তাবকদেক মহকুমা শাসকের দফতরে ঢুকতে বাধা দিয়েছে তৃণমূলের দুষ্কৃতীরা। নীরব দর্শকের ভূমিকায় ছিল পুলিস।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পূর্ববর্ধমানের জামালপুরের আবুজহাটির বিজেপির পঞ্চায়েত প্রার্থী মৃত্যুঞ্জয় রায়ের মনোনয়ন পত্র কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ। বিজেপির অভিযোগ, মহাকুমা শাসকের দফতরের সামনেই তাঁকে মারধর করে শাসক দলের দুষ্কৃতীরা।


সিপিএমের নেতা-কর্মীদেরও বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। দুপক্ষের সংঘর্ষে জখম হন বেশ কয়েকজন তৃণমূল ও সিপিএম কর্মী।


 বর্ধমানের জেলা কার্যালয় থেকে মিছিল করে মনোনয়ন জমা দিতে যাচ্ছিল সিপিএম। অভিযোগ, মহকুমা শাসকের দফতরের সামনে তাদের বাধা দেয় তৃণমূল। শুরু হয় দুপক্ষের হাতাহাতি। পুলিসের সঙ্গেও ধ্বস্তাধস্তিতে জড়িয়ে পড়ে সিপিএম কর্মীরা।


মনোনয়নপত্র জমা দিয়ে ফেরার পথে বিরোধীদের উপরে চড়াও হয় তৃণমূল। কার্জন গেটের মুখে বিরোধীদের মারধর করা হয় বলে অভিযোগ। ছিনিয়ে নেওয়া হয় নথিপত্র। এমনকি পিছু ধাওয়া করে বিরোধীদের মারধরের অভিযোগও উঠেছে শাসকদলের বিরুদ্ধে।সেখানেও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিস।


আরও পড়ুন- বিরোধী জোটকে 'সাপ-নেউল' খোঁচা অমিতের