নিজস্ব প্রতিবেদন: ভোটের আগেই ভোটে জয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনটি জেলা পরিষদে জিতে গেল তৃণমূল কংগ্রেস। শনিবার ছিল মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ তারিখ। দেখা যাচ্ছে বাঁকুড়া, বীরভূম ও মুর্শিদাবাদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদ দখল করেছে তৃণমূল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মুর্শিদাবাদ জেলা পরিষদে সত্তরটি আসনের মধ্যে আটচল্লিশটিই তৃণমূলের দখলে। ছাব্বিশটি পঞ্চায়েত সমিতির ষোলোটি এবং আড়াইশোটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে একশো ষাটটি দখল করেছে তৃণমূল।


বীরভূম জেলা পরিষদের বিয়াল্লিশটি আসনেই প্রতিদ্বন্দ্বিতা হয়নি। উনিশটি পঞ্চায়েত সমিতির ষোলোটি তৃণমূলের দখলে। একশো সাতষট্টিটি গ্রাম পঞ্চায়েতের একশো চল্লিশটিতে জিতে গেছে তৃণমূল।