Durgapur: দুদিন আগের ঢালাই রাস্তা বেহাল, জালিয়াতি দেখেই ঠিকাদারতে বেঁধে রাখার নিদান প্রধানের

Durgapur: দুর্নীতির অভিযোগ উঠতেই সরব বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, সব টাকা যাচ্ছে....

Updated By: Jan 11, 2025, 05:47 PM IST
Durgapur: দুদিন আগের ঢালাই রাস্তা বেহাল, জালিয়াতি দেখেই ঠিকাদারতে বেঁধে রাখার নিদান প্রধানের

চিত্তরঞ্জন দাস: পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের বামুনাড়া পূর্বাচল পাড়ায় দু'দিন আগে তৈরি হয়েছে ঢালাই রাস্তা। ৮৬ মিটার রাস্তা করতে খরচ হয় প্রায় আড়াই লক্ষ টাকা। শনিবার সেই ঢালাই রাস্তা ফুঁড়ে বেরিয়ে আসে পাথর। ঢালাইয়ের সাইডে কাঠের পাঠাতন খুলতেই বেরিয়ে আসে বালি। তারপরেই স্থানীয়রা পথশ্রী কাজে দুর্নীতির অভিযোগ তুলে ঠিকাদারকে ঘিরে ধরে শুরু করেন বিক্ষোভ। শুরু হয় উত্তেজনা। খবর পেয়েই ঘটনাস্থলে তড়িঘড়ি যান গোপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীনন্দা রায় মহান্তি ও উপপ্রধান গণেশ মণ্ডল। ঠিকাদার ও ঠিকা সংস্থার কর্মীদের কার্যত তুলোধোনা করেন তাঁরা।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন-বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলা! অভিযোগ ও পুলিসি পদক্ষেপ...

সরকারি কাজে কেন গাফিলতি করা হয়েছে তাও জানতে চান প্রধান। ৬ ফুটের ঢালাই কেন ৫ ফুট সাড়ে ৪ ফুট করা হল তাও জানতে চান ঠিকাদারের কাছে। প্রধান ঠিকাদারদের হুঁশিয়ারি দিয়ে এলাকাবাসীদের পরিষ্কার জানিয়ে দেন প্রয়োজনে ঠিকা সংস্থার কর্মীদের দড়ি দিয়ে ল্যাম্পপোস্টে বেঁধে রাখুন।

গোপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীনন্দা রায় মহান্তি বলেন,"এই ঠিকাদার সংস্থা গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় যতগুলি ঢালাই রাস্তা করেছে সবগুলো থেকেই অভিযোগ এসেছে। সেই অভিযোগ পেয়েই আমরা এখানেও এসেছি। ঠিকাদার সংস্থার কাছে আমরা জানতে চেয়েছি কেন কাজে গাফিলতি করা হয়েছে। উর্দ্ধতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে।"

নিচু তলার কাটমানি ১৪ তলায় যাচ্ছে কটাক্ষ করে বর্ধমান সদরের বিজেপির সহ-সভাপতি রমন শর্মা বলেন, "সরকারি কাজে যে দুর্নীতি হচ্ছে তা একেবারেই প্রমাণ হয়ে যাচ্ছে প্রধানের কথাতেই সিলমোহর পড়ে যাচ্ছে। যতদিন তৃণমূল সরকার থাকবে ততদিন এই দুর্নীতি চলবে।"

বিরোধীদের কটাক্ষকে উড়িয়ে রাজ্যের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, "সরকারি কাজের গাফিলতির অভিযোগ যেখান থেকেই আসছে সেখানেই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এই কাজের ক্ষেত্রেও জেলা স্তরের প্রশাসনিক আধিকারিকরা ব্যবস্থা গ্রহণ করবে নিশ্চয়ই। যদি জেলা প্রশাসন ব্যবস্থা গ্রহণ না করে তাহলে রাজ্য স্তর থেকে কড়া ব্যবস্থা নেবে।" অভিযোগ অস্বীকার করে কাজের দায়িত্বে থাকা ঠিকাদার কাজী সাহেব আফ্রিদির দাবি, "নিয়ম মেনে কাজ করা হচ্ছে। যেখানে এলাকাবাসীর চাহিদা বেশি রয়েছে সেখানেও নিয়ম মেনে কাজ করা হচ্ছে।"

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.