নিজস্ব প্রতিবেদন: ইমারত দ্রব্য ব্যবসায়ীকে গুলি করে খুনের চেষ্টা। অভিযোগ এলাকার কাউন্সিলর ও তাঁর শাকরেদদের বিরুদ্ধে। ঘটনা ঘিরে চাঞ্চল্য নৈহাটির গরিফা এলাকায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নৈহাটির গরিফা এলাকার বাসিন্দা মনোজ দাস ইমারত দ্রব্য ব্যবসায়ী। অভিযোগ, সোমবার রাতে এলাকার কাউন্সিলর ও নৈহাটি পৌরসভার সিআইসি মেম্বার গণেশ  দাস-সহ ৫ জন তাঁর বাড়িতে চড়াও হন। কলিং বেল বাজালে মনোজের পরিবারের সদস্যরা দরজা খুলে দেন। অভিযোগ, তখনই বন্দুক হাতে ঘরে ঢুকে পড়েন তাঁরা। ঘরে ঢুকে মনোজের খোঁজ করতে থাকেন তাঁরা।


আরও পড়ুন: মুকুল, জয়প্রকাশদের সঙ্গেই বৈঠক করতে হবে রাজ্যকে, স্পষ্ট জানাল হাইকোর্ট


মনোজের পরিবারের সদস্যদের চিত্কার শুনতে পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। গণেশ দাসকে ধরে ফেলে তাঁরা পুলিসের হাতে তুলে দেন। পুলিশ ৪ জনকে গ্রেফতার করে। তাঁদের বিরুদ্ধে  খুনের চেস্টা ও বেআইনি অস্ত্র রাখার মামলা রুজু হয়েছে। কাউন্সিলর সহ বাকি তিন জনের বিরুদ্ধে ৩০৭, ২৫/২৭ অস্ত্র আইন ও আইপিসি ৩৪ ধারায় মামলা রজু করেছে নৈহাটি থানা।


নৈহাটি  পুরসভার পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায় জানান, এর আগেও ওই কাউন্সিলরের বিরুদ্ধে এরকম অভিযোগ ছিল।  আইন আইনের পথে চলবে।