Operation Sindoor: ভারতের 'সিঁদুর' নিয়ে গর্ব! 'উলঙ্গ করে ধর্ষণ করে জাহাঙ্গীর খানের অফিসের সামনে....' হুমকি গৃহবধূকে...
West bengal: মঙ্গলবার দুপুরে ডায়মন্ড হারবার জেলা বিজেপি পক্ষ থেকে গৃহবধূকে সঙ্গে নিয়ে ডায়মন্ড হারবার জেলা পুলিস সুপার অফিসে আসেন ও লিখিত অভিযোগ দায়ের করেন। গৃহবধূ অভিযুক্তের শাস্তির দাবি জানাচ্ছে এবং আতঙ্কে দিন কাটাচ্ছে।

অশোক মান্না: গর্ব করে দেশকে নিয়ে স্যোশাল মাধ্যমে লেখায় হুমকির পোষ্ট পেতে হয় গৃহবধূকে। আতঙ্কিত হয়ে অবশেষে পুলিস সুপারের অফিসে দ্বারস্থ গৃহবধূ। ৪ দিন আগে গৃহবধূর নিজের স্যোশাল মাধ্যমে পোষ্ট- 'ইতিহাসের পাতায় আরও একটা যুদ্ধের নাম যুক্ত হল সিঁদুর (operation sindoor)। ভাগ্য করে একটি দেশ পেয়েছি, যে দেশ কখনও হারতে শেখেনি, আমি গর্বিত আমি ভারতীয়।'
এই পোস্ট স্যাশাল মাধ্যমে পোষ্ট করায় হুমকি দিয়ে কমেন্ট গৃহবধূর উদ্দেশে এক ব্যক্তি। 'উলঙ্গ করে রেপ করে দেবে ফলতায় জাহাঙ্গীর খানের অফিসের সামনে।' যেখানে দুই বীরঙ্গনা দেশের জন্য শত্রুদের আক্রমণ করতে পিছুপা হয়নি নিজেদের জীবনকে বাজি রেখে আর সেই ভারতের পশ্চিমবঙ্গের এক জেলায় মহিলাকে দেশের জয়কে উদযাপন করতে চাওয়ায় হুমকি পেতে হচ্ছে। এমনকি তৃণমূল কংগ্রেসের নেতার অফিসের সামনে।
অবশেষে শাস্তির দাবি চেয়ে জেলা পুলিস সুপার অফিসে দ্বারস্থ গৃহবধূ। গৃহবধূ চুমকি চৌধুরী তার স্যোশাল মাধ্যমে আইডি দিয়া চৌধুরী নামে আছে। তিনি ৪ দিন আগে দেশকে নিয়ে গর্ব করে লিখেছিলেন, তাতে তাঁকে উলঙ্গ করে রেপ করবে তৃণমূল কংগ্রেসের নেতার অফিসের সামনে বলে হুমকি দিয়ে স্যোশাল মাধ্যমে পোষ্ট করে Raj F Flover আইডিটি থেকে।
গৃহবধূ জানান, তার বাপের বাড়ি ডায়মন্ড হারবার লোকসভার কেন্দ্রের ফলতা বিধানসভা এলাকায় বেলসিনহাতে। তার শ্বশুরবাড়ি বেহালায়। তার বাপের বাড়ির লোকজন-সহ পরিবার যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে। গৃহবধূর বক্তব্য, যে হুমকি পাওয়া পোষ্টগুলি স্ক্রিনশট নিয়ে আবারও স্যোশাল মাধ্যমে পোষ্ট করায় ফলতার মানুষজন তাঁর পাশে থেকেছে।
আরও পড়ুন, Dumdum Local Derail: দমদম স্টেশনে লাইনচ্যুত লোকাল! বেলাইন... বড় দুর্ঘটনা...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)