WB Weather Update: বৃহস্পতিবার থেকে আমূল ভোলবদল আবহাওয়ার, প্রবল দুর্যোগে তোলপাড় হবে অধিকাংশ জেলা

WB Weather Update: সব জেলাতেই দমকা ঝড় ৬০ কিলোমিটার গতিবেগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও শিলাবৃষ্টির সতর্কতা

Updated By: Mar 19, 2025, 10:11 AM IST
WB Weather Update: বৃহস্পতিবার থেকে আমূল ভোলবদল আবহাওয়ার, প্রবল দুর্যোগে তোলপাড় হবে অধিকাংশ জেলা

অয়ন ঘোষাল:  আগামিকাল থেকেই বদলে যাবে আবহাওয়া। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে আর শুক্রবার উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, শিলাবৃষ্টি সঙ্গে দমকাঝোড়ো হাওয়া এমনকি কালবৈশাখীর পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলাতে। উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস। আজ ও কাল শুষ্ক আবহাওয়া। পশ্চিমের কিছু জেলাতে বিকেল সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News

উত্তর-পূর্ব আসামে রয়েছে সক্রিয় ঘুর্ণাবর্ত। জোড়া অক্ষরেখা; একটি অক্ষরেখা রয়েছে ছত্রিশগড় থেকে কর্ণাটক পর্যন্ত। এটি তেলঙ্গানার ওপর দিয়ে গেছে। অন্য অক্ষরেখাটি কর্ণাটক থেকে কেরালা পর্যন্ত বিস্তৃত। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়।

আরও পড়ুন-বাইক আর পাহাড়প্রেমই হল কাল! জুলুক থেকে ফেরার পথে যুগলের মর্মান্তিক পরিণতি...

দক্ষিণবঙ্গে

আজ ১৯শে মার্চ বুধবার দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি হতে পারে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম এই জেলাগুলিতে।  বৃহস্পতিবার থেকে রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প বেশি ঢুকবে এবং বাতাসের গতি বৃষ্টির অনুকূল থাকবে।

২০ মার্চ বৃহস্পতিবার বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হুগলি পূর্ব বর্ধমানে বৃষ্টি বেশি হবার সম্ভাবনা। বিক্ষিপ্ত বৃষ্টি সব জেলাতেই। কালবৈশাখীর সম্ভাবনা বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান ও হুগলি এই পাঁচ জেলাতে। সব জেলাতেই দমকা ঝড় ৪০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও শিলাবৃষ্টির সতর্কতা।

২১শে মার্চ শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি বেশি সম্ভাবনা বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হুগলি পূর্ব বর্ধমান জেলাতে।
কালবৈশাখীর সম্ভাবনা বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান হাওড়া ও হুগলি এই ছয় জেলাতে। সব জেলাতেই দমকা ঝড় ৬০ কিলোমিটার গতিবেগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও শিলাবৃষ্টির সতর্কতা।

আরও পড়ুন-রূদ্ধশ্বাস অপেক্ষার ২৮৬ দিন, নিরাপদেই পৃথিবীতে সুনীতা উইলিয়ামস, উচ্ছ্বাস গুজরাটের গ্রামে
 
২২ শে মার্চ শনিবার বীরভূম পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ নদিয়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। বাকি জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টি।

২৩শে মার্চ রবিবার দক্ষিণ বঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা। ২৪ শে মার্চ সোমবার দক্ষিণ বঙ্গের পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবার সম্ভাবনা।

উত্তরবঙ্গ

উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম। শুক্রবার থেকে বাড়বে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। ধীরে ধীরে কমবে দিনের তাপমাত্রা। সপ্তাহের শেষে চার-পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যেতে পারে। তবে রাতের তাপমাত্রায় আপাতত পরিবর্তন নেই। দিনের বেলায় গরম বাড়বে; অস্বস্তিকর গরম কিছুটা রাতে থাকতে পারে।

আজ ও কাল ১৯ ও ২০ শে মার্চ উত্তরবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া।  ২১শে মার্চ শুক্রবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। উত্তরবঙ্গের জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বইবে।

২২ শে মার্চ শনিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা। ২৩শে মার্চ রবিবার উত্তর বঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা। ২৪ শে মার্চ সোমবার উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবার সম্ভাবনা।

কলকাতা

সকালে কিছুক্ষণ মনোরম আবহাওয়া। সকালের দিকে পরিষ্কার আকাশ। বেলার দিকে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা বাড়বে। দিনের তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। রাতে সামান্য অস্বস্তিকর আবহাওয়া।

বুধবার থেকে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা আরো বাড়বে। বৃহস্পতিবার থেকে মেঘলা আকাশ; বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। শনিবার পর্যন্ত ঝড়-বৃষ্টি থাকার সম্ভাবনা।

কলকাতার তাপমান

আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৪.২ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ২৭ থেকে ৮৯ শতাংশ।

ভিনরাজ্যে

আগামী দু-তিন দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি; দমকা ঝড়ো বাতাস এবং শিলাবৃষ্টি সহ দুর্যোগপূর্ণ আবহাওয়া বাংলা , ওড়িশা ও ঝাড়খন্ড একই রকম পরিস্থিতি। মধ্যপ্রদেশ ও ছত্রিশগড়ে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ও দমকা ঝড়ো বাতাস ৫০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে বইতে পারে।

বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টি হবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। গরম অস্বস্তিকর আবহাওয়া গুজরাট এবং কর্নাটকে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.