বিধান সরকার: আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট। ইতিমধ্যেই ঘুঁটি সাজাতে শুরু করেছে রাজনৈতিক দলগুলি। ২৬-এর ভোটের আগে পান্ডুয়ার সমবায়ে বড় জয় বামেদের। দশ বছর পর ভোট হল পান্ডুয়ার শ্রীরামবাটি সমবায়ে। দশ বছর ধরে তৃণমূলের দখলে ছিল এই সমবায়। সেখানেই ধুয়ে মুছে সাফ হয়ে গেল তৃণমূল। তৃণমূলের হাত থেকে এই সমবায় ছিনিয়ে নিল বামেরা। ১১-১ আসনে জয়লাভ করে সিপিআইএম সমর্থিত প্রার্থীরা।
Add Zee News as a Preferred Source
আরও পড়ুন:Bengal Weather Update: অবশেষে বর্ষা বিদায়ের পালা! আগামী সপ্তাহেই শুরু শুষ্ক, শিরশিরানি আবহাওয়ার খেলা...
পান্ডুয়ার প্রাক্তন বিধায়ক আমজাদ হোসেন বলেন, 'চার মাস আগে ভোট হওয়ার কথা ছিল, কিন্তু তৃণমূল করতে দেয়নি। তারা জানত তাদের উপর মানুষের ভরসা নেই। দশ বছর ধরে তৃণমূল এই সমবায় দখল করেছিল। সমবায়কে লুট করেছে। এই সমবায়কে দুর্নীতি মুক্ত করে পরিচালনা করতে বাম প্রার্থীদের ভোট দিয়েছে ক্ষেতমজুর, কৃষক বরগাদার,পাট্টাদাররা। মানুষের পরিবর্তন হচ্ছে এটা থেকেই বোঝা যাচ্ছে। এই জয় আগামীদিনের বড় লড়াই এর প্রস্তুতি।'
আরও পড়ুন:Durgapur: দুর্গাপুরে হাসপাতালের পিছনেই গণধর্ষণ ডাক্তারি পড়ুয়াকে! পুলিসের জালে ৩ বর্বর...
পান্ডুয়া ব্লক তৃণমূল প্রাক্তন সভাপতি সঞ্জয় ঘোষ বলেন, 'কেন এমন ফল হল তা তদন্ত করে দেখা হবে। ইতিমধ্যেই দলের উচ্চ নেতৃত্বকে জানানো হয়েছে। সমবায়ে কারা প্রার্থী হবে তা বর্তমান ব্লক সভাপতি ঠিক করেছিলেন। কোথাও সমন্বের অভাব আছে তা নিয়ে দলে আলোচনা হবে। মুখ্যমন্ত্রীর এত উন্নয়নের কাজ সত্ত্বেও মানুষ কেন মুখ ফিরিয়ে নিল তা দেখতে হবে।'
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)