Doctor assaulted mother-daughter: চেম্বারের মধ্যেই মা-মেয়েকে স্বনামধন্য ডাক্তার.... বারাসতের ক্লিনিকে 'চরম নোংরা' ঘটনা! ভয়ংকর অভিযোগ...

Barasat incident: চিকিৎসাকেন্দ্রের আধিকারিকদের সঙ্গে এই বিষয়ে কথা বলতে গেলে তাঁরাও কোনও সহায়তা করেননি। যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেন মা-মেয়ে।

সুদেষ্ণা পাল | Updated By: Jun 20, 2025, 05:05 PM IST
Doctor assaulted mother-daughter: চেম্বারের মধ্যেই মা-মেয়েকে স্বনামধন্য ডাক্তার.... বারাসতের ক্লিনিকে 'চরম নোংরা' ঘটনা! ভয়ংকর অভিযোগ...

মনোজ মণ্ডল: মা ও মেয়ের যৌন হেনস্থার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে। অভিযোগ দায়ের বারাসাত থানায়। বারাসতের একটি নামী বেসরকারি চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা করাতে গিয়ে ভয়ংকর অভিজ্ঞতা মা-মেয়ের। অভিযোগ প্রথমে  মেয়ে এবং পরবর্তীতে মায়েরও যৌন হেনস্থা করেন স্বনামধন্য চিকিৎসক অরিত্র ভট্টাচার্য।

অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যায় বারাসতের ওই চিকিৎসা কেন্দ্রে অভিযোগকারীণী এবং তাঁর মা ডাক্তার শারীরিক কিছু সমস্যা নিয়ে দেখাতে যান। সেই সময় প্রথমে অভিযোগকারিণীকে যৌন হেনস্থা করেন ওই চিকিৎসক। পরবর্তীতে অভিযোগকরিণীর মা চিকিৎসা করাতে গেলে তাঁকেও একই হেনস্থার শিকার হতে হয় বলে অভিযোগ। আরও অভিযোগ, চিকিৎসাকেন্দ্রের আধিকারিকদের সঙ্গে এই বিষয়ে কথা বলতে গেলে তাঁরাও কোনও সহায়তা করেননি। দাবি অভিযোগকরিণীর মায়ের।

পরবর্তীতে এই ঘটনায় বারাসত থানায় অরিত্র ভট্টাচার্য নামে ওই চিকিৎসকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেন মা-মেয়ে। অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্তে নেমেছে বারাসত থানার পুলিস। যদিও এই বিষয়ে চিকিৎসকের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও, তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন, Mother killed son: ২ সপ্তাহ আগেই পেটের সন্তানকে নিয়ে... আড়াই বছরের একরত্তি ছেলেকে নির্মম হত্যা 'জন্মদাত্রী' মায়ের! ভয়ংকর...

আরও পড়ুন, Howrah Death: স্বামী শুভমের গিফট করা নাইটড্রেস পরে মোহময়ী প্রেমিকার ছবি! মাত্র ৬ মাস সংসার করেই অলঙ্কৃতা দুমড়েমুচড়ে...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.