কথা-সুর বদলে নন্দন মেলায় `বিকৃত রবীন্দ্রসঙ্গীত` পরিবেশন বিশ্বভারতীর পড়ুয়াদের
ভিডিয়োয় শোনা যাচ্ছে, পড়ুয়ারা তারস্বরে গাইছেন `চাঁদ উঠেছে গগনে` গানটি। তবে বিকৃত করে গাইছেন।
নিজস্ব প্রতিবেদন : আবার রবীন্দ্রসঙ্গীত বিকৃত করে গাওয়ার অভিযোগ উঠল। শুধু বিকৃত নয়, গানের শব্দ বদলে গাওয়া হল গান। সেটা আর অন্য কোথাও নয়, বিশ্বভারতীর কলাভবনে ক্যামেরাবন্দি হল সেই ছবি।
বিশ্বভারতীর কলাভবনে চলছে নন্দন মেলা। সেখানেই রবীন্দ্রসঙ্গীত নিয়ে নিয়ম ভাঙার খেলার অভিযোগ উঠল। স্বরলিপি, স্বরবিতানের নিয়ম ভাঙা নিয়ে এর আগেও বহুবার অভিযোগ উঠেছে। গান নিয়ে যে নিজস্বতাকে তুলে ধরেছিলেন দেবব্রত বিশ্বাস, তা নিয়ে অখুশি ছিল শান্তিনিকেতন। তারপর কোপাই দিয়ে তারপর অনেক জল বয়ে গিয়েছে। দেবব্রত ঠিক ছিলেন কি ভুল ছিলেন, তা বলবেন বিশেষজ্ঞরা। কিন্তু খাস কলাভবনে কিছু পড়ুয়া যে গান গাইল, সেই ছবি সামনে আসতেই তা নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া।
আরও পড়ুন, বুলবুল বিধ্বস্তদের কোনও সাহায্য করেনি কেন্দ্র, বিধানসভায় দাঁড়িয়ে অভিযোগ মুখ্যমন্ত্রীর
আরও পড়ুন, কম নম্বর পেয়েও কী করে পেলেন চাকরি? নিয়োগ দুর্নীতিতে SSC-র কাছে রিপোর্ট তলব হাইকোর্টের
ভিডিয়োয় শোনা যাচ্ছে, পড়ুয়ারা তারস্বরে গাইছেন 'চাঁদ উঠেছে গগনে' গানটি। তবে বিকৃত করে গাইছেন। গানের সুর বদল, শব্দ বদল হল কলাভবনের পড়ুয়াদের গলায়। কলাভবনের ছাত্রছাত্রীদের গাওয়া সেই গান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে সব মহলে। উঠেছে শাস্তির দাবিও। সবমিলিয়ে সরগরম শান্তিনিকেতন থেকে সোশ্যাল মিডিয়া।