Sendra Festival in Ajodhya Hill: বুদ্ধপূর্ণিমার দিনেই সেন্দ্রা! স্মরণাতীত কাল থেকে অরণ্যের নিভৃতে উদযাপিত আশ্চর্য এই উৎসব...

Sendra Festival in Ajodhya Hill and Forest: আজ, ১২ মে বুদ্ধপূর্ণিমা। আর এই দিনেই অযোধ্যা পাহাড় অঞ্চলে বরাবর পালিত হয়ে আসছে শিকার উৎসব। এবারও হল।

সৌমিত্র সেন | Updated By: May 12, 2025, 07:46 PM IST
Sendra Festival in Ajodhya Hill: বুদ্ধপূর্ণিমার দিনেই সেন্দ্রা! স্মরণাতীত কাল থেকে অরণ্যের নিভৃতে উদযাপিত আশ্চর্য এই উৎসব...

মনোরঞ্জন মিশ্র: বুদ্ধপূর্ণিমা (Buddha Purnima) উপলক্ষে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে (Ajodhya Hill and Forest Reserve Area) অনুষ্ঠিত হল আদিবাসীদের সেন্দ্রা উৎসব। তবে বন্যপ্রাণরক্ষায় বন দফতরের সচেতনতামূলক প্রচারে সাড়া দিয়ে এবার রক্তপাতহীন সেন্দ্রা উৎসব  পালন করলেন আদিবাসীরা।

কী এই সেন্দ্রা উৎসব?
 
সেন্দ্রা উৎসব হল শিকার উৎসব। চিরাচরিত প্রথা মেনে বুদ্ধ পূর্ণিমার পুণ্য তিথিতে মিলন উৎসবে সামিল হন আদিবাসীরা, এবারেও হলেন। 

আরও পড়ুন: Earthquake in Pakistan: রুষ্ট প্রকৃতিই নষ্ট করছে পাপী পাকিস্তানকে! ৪ দিনের মধ্যে তৃতীয় ভূমিকম্প! পাকভূমি কি শেষই হয়ে গেল?

আরও পড়ুন: Fuel Price Hike: মহার্ঘ হল জ্বালানি! বেড়ে গেল পেট্রোল-ডিজেলের মূল্য! কতটা বাড়ল? কবে থেকে কার্যকর নতুন দাম?

মেলার আয়োজন

পাহাড়ি গ্রাম্য মেলার আয়োজনে আনন্দ-উৎসবে সামিল হলেন তাঁরা। পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে তো বটেই রাজ্যের বিভিন্ন জেলা থেকে এবং পার্শ্ববর্তী ঝাড়খণ্ড ও ওড়িশা থেকে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন এই উৎসবে সামিল হয়ে থাকেন।

অতীতে এইদিনে জঙ্গলে পশুপাখির শিকার করার প্রচলন ছিল। সেই শিকার করা পশুপাখি রান্না করে খাওয়ার চল ছিল। কিন্তু উচ্চ আদালতের নির্দেশে বন্যপ্রাণ শিকার বন্ধ হয়ে গিয়েছে। বন দফতর এবং পুলিস প্রশাসনের পক্ষ থেকে বন্যপ্রাণ রক্ষার জন্য গত এক মাসের বেশি সময়ে ধরে প্রচার চালানো হয়েছে অযোধ্যা পাহাড় জুড়ে। 

 নাচ গান আনন্দ উৎসব

সেই প্রচারে সাড়াও দিয়েছেন আদিবাসীরা। পুরনো রীতি মেনে আদিবাসীদের গোর থানে পুজো দিয়ে মেলায় নাচ গান আনন্দ উৎসবে অংশ নেন আদিবাসীরা। যদিও কোনরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং বন্যপ্রাণ রক্ষা করতে অযোধ্যা পাহাড় জুড়ে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। ছিলেন বন দফতরের কর্মী, আধিকারিক থেকে শুরু করে ব্লক প্রশাসনের আধিকারিকরা। আদিবাসীরাও চাইছেন বন্যপ্রাণ হত্যা না করেই উৎসবে সামিল হোক সকলে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.