Shantiniketan: সোশ্যাল মিডিয়ায় গেম খেলতে গিয়ে পরিচয়, প্রেম ভাঙতেই প্রেমিকার 'নগ্ন' ছবি পোস্ট!
Shantiniketan lover arrest: সম্পর্কে তিক্ততা বাড়তেই তা থেকে বেরিয়ে আসতে চান মধ্যপ্রদেশের প্রেমিকা।

নিজস্ব প্রতিবেদন : সোশ্যাল মিডিয়ায় প্রেমিকার 'নগ্ন' ছবি পোস্ট করার অভিযোগে গ্রেফতার করা হল প্রেমিককে। প্রেম তিক্ততায় বদলে যেতেই, মধ্যপ্রদেশের প্রেমিকার 'নগ্ন' ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার হুমকি দেয় শান্তিনিকেতনের 'প্রেমিক' পড়ুয়া। শুধু হুমকি দেওয়া-ই নয়, সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করে দেয় বলেও অভিযোগ। এরপরই শান্তিনিকেতনের গুরুপল্লি থেকে অভিযুক্ত ছাত্রকে গ্রেফতার করল মধ্যপ্রদেশের মধুপুর থানার পুলিস।
জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ায় গেম খেলতে গিয়ে পরিচয় হয়েছিল দুজনের। সেই পরিচয়ের সূত্র ধরেই বর্ধমানের রাজ কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র ফারদিনের সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে মধ্যপ্রদেশের বাসিন্দা ওই তরুণীর। সখ্যতার সম্পর্ক ধীরে ধীরে প্রেমে পরিণতি পায়। কিন্তু বেশ কিছুদিন ঘনিষ্ঠ সম্পর্কের পর যুগলের মধ্যে টানাপোড়েন শুরু হয়। প্রেম বদলে যায় তিক্ততায়। সম্পর্কে তিক্ততা বাড়তেই তা থেকে বেরিয়ে আসতে চান মধ্যপ্রদেশের প্রেমিকা।
অভিযোগ, ওই তরুণী সম্পর্ক থেকে বেরতে চাইলেই, তাঁর 'নগ্ন' ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার হুমকি দেয় অভিযুক্ত ছাত্র ফারদিন। এমনকি তারপর সেই ছবি অভিযুক্ত সোশ্যাল মিডিয়ায় পোস্টও করে দেয়। এরপরই ওই তরুণীর পরিবার পুলিসে অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে মধ্যপ্রদেশের মধুপুর থানার পুলিস শান্তিনিকেতনে এসে অভিযুক্ত ছাত্র ফারদিন হক মন্ডলকে বাড়ি থেকে গ্রেফতার করে। ধৃতকে ট্রানজিট রিমান্ডে মধ্যপ্রদেশ নিয়ে যাওয়া হবে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শান্তিনিকেতনে।
আরও পড়ুন, কাটোয়ায় চুম্বন করে গুলি ছোঁড়ে প্রেমিকা, 'ধর্ষণ'-এর দায়ে এবার ধৃত প্রেমিক