ব্যুরো: পাহাড়ে লাগাতার আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার এবং অমিতাভ মালিকের মৃত্যুর ঘটনায় এনআইএ বা সিবিআইয়ের মতো কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্তের দাবি জানালেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। গতকাল পূর্ব বর্ধমানের জামালপুরে দলীয় সভায় অমিতাভ মালিকের মৃত্যু নিয়ে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন লকেট। এদিন পাহাড় ইস্যুতে ত্রিপাক্ষিক বৈঠকের পক্ষেও সওয়াল করেন বিজেপি নেত্রী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- পাহাড় ইস্যুতে নবান্নে সর্বদল বৈঠক, বয়কটের সিদ্ধান্ত জাপের 


অমিতাভ মালিকের মৃত্যু নিয়ে রাজ্য পুলিসকে একহাত নিলেন বিজেপি নেতা জয় ব্যানার্জি। তাঁর মতে, পুলিস সতর্ক হলে অমিতাভ মালিকের মৃত্যু এড়ানো যেত। গতকাল কেতুগ্রামে দলীয় সভায় একশো দিনের কাজ নিয়েও শাসকদল তৃণমূলের সমালোচনা করেন জয় ব্যানার্জি। 


আরও পড়ুন- 'এনআইএ তদন্ত হোক', পাহাড়ে পুলিস কর্মীর মৃত্যুর ঘটনায় দাবি বিনয়ের


পাহাড় নিয়ে বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জির মন্তব্যের তীব্র সমালোচনা করলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। গতকাল বর্ধমানে দলীয় কার্যালয়ে লকেট চ্যাটার্জি পাহাড়ে অশান্তির জন্য শাসকদল তৃণমূলকেই দায়ী করেন। তারই প্রতিক্রিয়ায় স্বপন দেবনাথের মন্তব্য, দার্জিলিঙে অশান্তি ছড়াচ্ছে লকেট চ্যাটার্জির দলই। কেন্দ্রীয় সরকারই পরোক্ষভাবে শক্তি যোগাচ্ছে গুরুংদের।