বিমল বসু: যে কারোর জীবনে মা এমন একজন, যে কিনা যেকোনও পরিস্থিতিতেই সন্তানকে আগলে রাখে। যেকোনও বিপদ থেকে রক্ষা করে মা-ই। এমনটাই জানা ছিল। কিন্তু এই ঘটনা যেন সেই কথাকেও নাকচ করে দিল। সৎ বাবা তার নাবালিকা মেয়েকে দিনের পর দিন ধর্ষণ করে। সেই চরম অপরাধের কথা জেনেও চুপ মা। এমনকী মেয়েকে তার গুণধর বাবার কুকীর্তির কথা কাউকে না জানানোর জন্যে চাপ দেয় মা-ই। এই অভিযোগে রবিবার সকালে নাবালিকার নিজের মা তোরেপান বিবিকে গ্রেফতার করল পুলিস।
অশ্লীল ভিডিয়ো দেখিয়ে ১৩ বছরের নাবালিকাকে দিনের পর দিন লাগাতার ধর্ষণের অভিযোগ ওঠে সৎ বাবা আব্দুল্লা মণ্ডলের বিরুদ্ধে। ধর্ষণ করার বিষয়টি যাতে জানাজানি না হয় তার জন্য নাবালিকা মেয়েকে হুমকি দিতেন ওই গুণধর সৎ বাবা। এই বিষয়টি মেয়ে তার নিজের মাকে বারবার জানিও মা তার কথায় কর্ণপাত করেনি। উল্টে তাকে এ বিষয়ে কাউকে বলতে নিষেধ করে।
আরও পড়ুন:Actor Death: সিনেপাড়ায় শোকের ছায়া! মাত্র ৪৩ বছরে হার্ট অ্যাটাক, প্রয়াত কান্তারা অভিনেতা...
পরবর্তীতে এই ঘটনা নাবালিকার মাসি জানতে পরে সৎ বাবা ও তা মায়ের বিরুদ্ধে হাড়োয়া থানায় লিখিত অভিযোগ করে। পুলিস অভিযুক্ত সৎ বাবা আব্দুল্লা মণ্ডলকে গ্রেফতার করে। বসিরহাট আদালত থেকে অভিযুক্তকে চার দিনের পুলিসি হেফাজত নেওয়া হয়। ঘটনার তদন্ত শুরু করে গতকাল রাতে হাড়োয়ার আকন্দ বেড়িয়া গ্রাম থেকে মা তোরেপান বিবিকে গ্রেফতার করে পুলিস। আজ বসিরহাট মহকুমা আদালতে থাকে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেপাজাতে রাখার নির্দেশ দেয়।
আরও পড়ুন:Puja Banerjee: আসল কালপ্রিট পূজা-কুণালই! প্রযোজককে অপহরণ, টাকা আদায়, স্ত্রীর অভিযোগে তোলপাড়...
অন্যদিকে, বিষয়টি চাইল্ড লাইনে জানালে জেলা শিশু সুরক্ষা দফতরের পক্ষ থেকেও বিষয়টি নজরে রাখা হয়েছে এবং তাদের প্রতিনিধি পাঠিয়ে বিষয়টি ইতিমধ্যে খোঁজখবর শুরু করেছেন তারা চাইল্ড লাইনের প্রতিনিধি তমাল রায় বলেন, 'এই ঘটনার তীব্র প্রতিবাদ করছি এবং অভিযুক্তের কঠোর শাস্তির দাবি করছি এবং নাবালিকা কন্যার পাশে আমরা আছি যতক্ষণ পর্যন্ত এই দোষী ব্যক্তি শাস্তি না পাচ্ছে।' স্থানীয় জনপ্রতিনিধিরাও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)