দেওয়াল জুড়ে "টাটা বাইবাই"! এর মানে কী?

সূত্রের খবর, কোনও এক কর্মচারী কোনও কাজ করতে গেলেই 2% কমিশন নিতেন। ঘুস হিসাবে রোজগার মন্দ ছিল না। সেটাই অভিযোগ করা হয় পুরসভায়।

Updated By: Jul 17, 2018, 08:23 PM IST
দেওয়াল জুড়ে "টাটা বাইবাই"! এর মানে কী?

নিজস্ব প্রতিবেদন: চুঁচুড়া পুরসভার দেওয়াল জুড়ে আবার রহস্য পোস্টার। এবার পোস্টারে লেখা "TATA BYE BYE"। পুরসভার চেয়ারম্যানও খুঁজে বেড়াচ্ছেন  রহস্য পোস্টারের কারণ।

এর আগে দেওয়াল জুড়ে পোস্টার ছিল '২ পার্সেন্ট'। রহস্যময় সেই পোস্টারে চুচুড়া পুরসভা জুড়ে ধুন্ধুমার কাণ্ড। আড়ালে আবডালে চলছে কানাঘুসো, "কে দিল এই পোস্টার"? উত্তর মেলেনি।

চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান গৌরিকান্ত মুখার্জি।

এবার আরও এক রহস্য পোস্টার। তাতে লেখা TATA BYE BYE। পুরসভার চেয়ারম্যান গৌরিকান্ত মুখার্জিও হাতড়ে বেড়াচ্ছেন রহস্য পোস্টারের কারণ। তবে সূত্রের খবর, কোনও এক কর্মচারী কোনও কাজ করতে গেলেই 2% কমিশন নিতেন। ঘুস হিসাবে রোজগার মন্দ ছিল না। সেটাই অভিযোগ করা হয় পুরসভায়। তারপরেই বদলি হয়েছে ওই কর্মচারির। এবার না কি তাই পোস্টার লেখা হয়েছে "TATA BYE BYE"। আরও পড়ুন- মমতাকে 'ধন্যবাদ' জানালেন মোদী!

.