West Bengal Weather Update: আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই, লাফ দিয়ে কমপক্ষে ৫ ডিগ্রি বাড়বে দক্ষিণবঙ্গের তাপমাত্রা

West Bengal Weather Update: আজ থেকে লক্ষ্যনীয় পারদ উত্থান। সপ্তাহের শেষে কলকাতার পারদ ৩৬ স্পর্শ করতে পারে

Updated By: Mar 26, 2025, 07:31 AM IST
West Bengal Weather Update: আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই, লাফ দিয়ে কমপক্ষে ৫ ডিগ্রি বাড়বে দক্ষিণবঙ্গের তাপমাত্রা

অয়ন ঘোষাল: চলতি উইকেন্ডে কলকাতায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং পশ্চিমের জেলায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। আগামী ৪-৫ দিনে পাঁচ থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

রাত ও দিনের তাপমাত্রা এখনও স্বাভাবিকের সামান্য নিচে। আজ বুধবার থেকে চড়চড় করে পারদ বৃদ্ধি হবে। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। সব জেলাতেই শুষ্ক আবহাওয়া।

আরও পড়ুন- এ কী ভয়ংকর পথ বেছে নিলেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী? বাড়ি থেকে মাত্র কয়েক মিটার দূরে আমগাছ থেকে...

কাল বৃহস্পতিবার থেকে পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি শুরু হতে পারে। পরশু শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে উত্তরবঙ্গের ওপরের জেলাতে। বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা শুক্রবার উত্তরবঙ্গের ৩ জেলায়। দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। আগামী রবিবার ও সোমবার শুধু দার্জিলিঙে হালকা বৃষ্টির সম্ভাবনা।

আরও পড়ুন-ছাত্রীর শরীরে 'অসভ্য হাত'! শিক্ষককে বিবস্ত্র করে গণধোলাই, আবার সেই হাঁসখালি...

কলকাতা

দিন ও রাতের পারদ উত্থান। তাও দুটি তাপমাত্রা এখনও পর্যন্ত স্বাভাবিকের সামান্য নিচে। আজ থেকে লক্ষ্যনীয় পারদ উত্থান। সপ্তাহের শেষে কলকাতার পারদ ৩৬ স্পর্শ করতে পারে।

পরিসংখ্যান

রাতের তাপমাত্রা ২৫.২ ডিগ্রি। কাল দিনের তাপমাত্রা ৩৩ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমান ৪১ থেকে ৯২ শতাংশ।

কলকাতায় সপ্তাহান্তে উষ্ণতার ছোঁয়া ফিরবে! স্বাভাবিকের বেশ কিছুটা উপরে থাকতে পারে শহরের পারদ। দিনের সর্বোচ্চ তাপমাত্রা শনিবারের মধ্যে ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। আকাশ পরিষ্কার থাকবে। আগামী ৪/৫ দিনে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.