ওয়েব ডেস্ক : তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত বাঁকুড়ার মেজিয়া থানার জেমুয়া গ্রাম। স্থানীয় একটি বেসরকারি কারখানায় কার প্রভাব খাটবে, এনিয়েই দলের দুই গোষ্ঠীর গণ্ডগোল। যুযুধান তৃণমূলের জরিলাল গড়াই ও শ্যামল গড়াই গোষ্ঠী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আজ ডেপুটেশন জমা দিতে যায় শ্যামল গড়াই গোষ্ঠীর লোকজন। কিন্তু অভিযোগ, তাঁদের ওপর চড়াও হয় জরিলাল গড়াইয়ের অনুগামীরা। এরপরই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। ব্যাপক ইটবৃষ্টি চলতে থাকে। জখম হন বেশ কয়েকজন। ভাঙচুর হয় এলাকার কয়েকটি বাড়িও।


আরও পড়ুন, পণের দাবিতে গৃহবধূকে খুন সোনারপুরে


শ্যামল গড়াই দীর্ঘদিন ধরেই ব্লক সভাপতি মলয় মুখার্জির অনুগামী বলে পরিচিত। সেখালে জরিলাল গড়াইকে প্রাক্তন ব্লক সভাপতি রবি গোপের অনুগামী হিসেবেই এলাকাবাসী জানে। মেজিয়া থানার বিশাল পুলিসবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


আরও পড়ুন, গুরুং নেই, প্রতিষ্ঠা দিবসে পার্টি অফিসের দখল নিল বিনয় গোষ্ঠী