TMC: 'শুভেন্দু অধিকারী পাগলা হাতি! হাত পা শিকল গিয়ে বেঁধে রাখতে হবে'
TMC: রাজ্যের বিরোধী দলনেতা সম্পর্কে বিতর্কিত মন্তব্য় তৃণমূলের মালদহ জেলা সভাপতির। 'একজন বিজেপি কর্মীর গায়ে হাত দিক যা ব্যবস্থা নেওয়ার নেব', পাল্টা হুঁশিয়ারি সাংসদের।

)
TMC: রাজ্যের বিরোধী দলনেতা সম্পর্কে বিতর্কিত মন্তব্য় তৃণমূলের মালদহ জেলা সভাপতির। 'একজন বিজেপি কর্মীর গায়ে হাত দিক যা ব্যবস্থা নেওয়ার নেব', পাল্টা হুঁশিয়ারি সাংসদের।
রণজয় সিংহ: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে 'পাগলা হাতি'র সঙ্গে তুলনা করলেন তৃণমূলের মালদা জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি। তাঁর নিদান, 'হাত পা শিকল গিয়ে বেঁধে রাখতে হবে'। বিতর্ক তুঙ্গে।
আজ, শুক্রবার কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে মালদহের ইংরেজ বাজারের পোস্ট অফিস মোড়ে সভা করে তৃণমূল। সেই সভায় দলের জেলা সভাপতি বলেন, 'একটা পাগলাকে দেখতে পাচ্ছি আমরা বিধানসভায়। পাগলামি করছে। পাগলের মতো সে আওয়াজ তুলছে। কখনও বিধানসভার ভিতরে ঢুকে গান গাইছে, কখনও বিধানসভার বাইরে কাঁদছে। আমরা জানি, যখন কোনও হাতি পাগল হয়ে যায়, সেই হাতিকে শিকল দিয়ে বাঁধা হয়। শুভেন্দু অধিকারীকে তৃণমূল কংগ্রেস কর্মীরা,সাধারণ মানুষেরা, হাত-পা শিকল দিয়ে বাঁধতে হবে'।
চুপ করে থাকেনি বিজেপিও। দলের উত্তর মালদহের সাংসদ খগেন মুর্মুর পাল্টা হুঁশিয়ারি, একজন বিজেপি কর্মীর গায়ে হাত দিক যা ব্যবস্থা নেওয়ার নেব'। তিনি বলেন, 'বিরোধী দলনেতা তৃণমূলের এক একজন নেতার কুকৃত্তি ফাঁস করছে। আর সেই কারণেই তৃণমূল নেতারা এইভাবে বিরোধী দলনেতাকে আক্রমণ করছে'।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
MAW
(20 ov) 166/8
|
VS |
GER
158(19.5 ov)
|
Malawi beat Germany by 8 runs | ||
Full Scorecard → |
TAN
(20 ov) 154/7
|
VS |
BRN
157/4(16.2 ov)
|
Bahrain beat Tanzania by 6 wickets | ||
Full Scorecard → |