বিধান সরকার: এবার সাউথ ক্যালকাটা ল কলেজের (South Calcutta Law College) ঘটনায় সরব হলেন বরানগরের তৃণমূল বিধায়ক অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)। 'কলেজ, হাসপাতাল, মন্দির কোনো বিষয় না,যেকোনও জায়গায় এই ধরনের ঘটনা ঘটতে পারে,আসলে যারা এগুলো করে তারা মানসিক বিকারগ্রস্ত', মাহেশে জগন্নাথ দর্শনে এসে বললেন সায়ন্তিকা।
আরও পড়ুন- Ratha Yatra 2025: নিরাপত্তায় খামতি ছিল না, অথচ পুলিসের সামনেই দরজা ভেঙে জগন্নাথের ভান্ডার লুঠ...
কসবা ল কলেজে (Kasba Law College Incident) যে ঘটনা ঘটেছে, যা নিয়ে উত্তাল গোটা রাজ্য, সেই প্রসঙ্গে সায়ন্তিকা বলেন, 'এই ধরনের বিষয় কলেজ, হাসপাতাল, মন্দির যেকোনও জায়গায় ঘটতে পারে। কারণ এটা ব্যক্তি মানসিকতার উপর নির্ভর করছে। এটা সামাজিক ব্যাধি। এগুলো স্থান কাল পাত্র দেখে ঘটনা। আমি আপনাদের মাধ্যমে আবারও জানাব, আমরা যে অপরাজিতা বিল পাস করেছি সেটা তাড়াতাড়ি যদি রাষ্ট্রপতি পাস করে দেন তাহলে দ্রুত শাস্তির ব্যবস্থা করা যাবে। যদি আমরা সর্বোচ্চ শাস্তি দিতে পারি এই ধরনের অপরাধে তাহলে মনে হয় এই অপরাধ কমবে। এটা মন্দির হসপিটাল স্কুল কলেজ বলে নয় একটা মানসিক অসুস্থতার লক্ষণ। এটা সামাজিক ব্যাধি, এর সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত।
একুশে জুলাই এর আগেই দমদমে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই প্রসঙ্গে সায়ন্তিকা বলেন, 'তিনি প্রধানমন্ত্রী আসতেই পারেন। আর আমরা অতিথি আপ্যায়ন ভালোই করি। অতিথি আপ্যায়ন করব আবার তিনি ফেরত চলে যাবেন। বাংলা বাংলার মতোই থাকবে এখানে মুখ্যমন্ত্রী নেতৃত্বে মানুষ সুখী আছে, ভালো আছে, আরও ভালো থাকবে'।
আরও পড়ুন- Shefali Jariwala: মাত্র ৭০০০ টাকার জন্য ‘কাঁটা লাগা’ করতে চেয়েছিলেন! শেফালীর মৃত্যুর পর বড় সিদ্ধান্ত নির্মাতাদের...
উল্টো রথে এসে জগন্নাথ দর্শন করে সায়ন্তিকা বলেন, 'আজ প্রভু বাড়ি ফিরবেন। অনেকদিন ধরেই মাহেশে আসার ইচ্ছা ছিল। এবারের সময় পেয়েছি তাই এলাম। প্রভু সবাইকে ভাল রাখুন সুস্থ রাখুন'।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)