বন্দুক দেখিয়ে পঞ্চায়েত সদস্যদের অপহরণের অভিযোগ, পুলিসের সামনেই তুলকালাম হরিশ্চন্দ্রপুর

দৌলতনগর গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধের দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে অনাস্থা আনেন পঞ্চায়েতের ১২ সদস্য

Updated By: Jul 27, 2021, 04:48 PM IST
বন্দুক দেখিয়ে পঞ্চায়েত সদস্যদের অপহরণের অভিযোগ, পুলিসের সামনেই তুলকালাম হরিশ্চন্দ্রপুর

নিজস্ব প্রতিবেদন: পঞ্চায়েতের ক্ষমতা দখল নিয়ে তুলকালাম মালদহের হরিশ্চন্দ্রপুর। পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে আনা অনাস্থাপত্রে সাক্ষরকারীদের সাক্ষর ভেরিফিকেশন করতে গিয়ে ধুন্ধুমার কাণ্ড বেধে গেল তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে। মালদহের হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের ঘটনা।

আরও পড়ুন-Target Tripura, এবার বিপ্লবের রাজ্যে 'খেলা হবে দিবস' পালন করবে তৃণমূল

ব্লকের দৌলতনগর গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধের দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে অনাস্থা আনেন পঞ্চায়েতের ১২ সদস্য। আজ ওইসব সদস্যদের সাক্ষর ভেরিফিকেশনের জন্য ব্লক অফিসে ডাকা হয়। অভিযোগ, প্রধান নজিবুর রহমান ও হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি আশরাফুল হক দলবল নিয়ে এসে ওইসব পঞ্চায়েত সদস্যদের তুলে নিয়ে যান।

ওই ঘটনার পর তৃণমূল কর্মী-সমর্থকরা হরিশ্চন্দ্রপুরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। খবর পেয়ে চলে আসে পুলিস। পুলিসের সামনেই দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। ধস্তধস্তি হয় পুলিসের সঙ্গেও।

আরও পড়ুন-স্বেচ্ছামৃত্যুর অনুমতি দিন, চিত্কার করে আদালতে আবেদন শুভেন্দু ঘনিষ্ঠ রাখাল বেরার

দলীয় সূত্রে জানা গিয়েছে, দৌলতনগর গ্রাম পঞ্চায়েতের মোট আসন ২০টি। তৃণমূল পরিচালিত পঞ্চায়েতটির প্রধান নজিবুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে দলেরই সদস্য পিন্টু কুমার যাদব সহ ১২ জন অনাস্থা আনেন। মঙ্গলবার ছিল ওই ১২ জন সদস্যের স্বাক্ষরের ভেরিফিকেশন। এই নিয়ে দুই পক্ষের মধ্যে চরম গোলমাল বেঁধে যায়।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.