নিজস্ব প্রতিবেদন: রাজ্যের যুব ভোটারদের নজর কাড়তে নতুন পরিকল্পনা নিয়ে ময়দানে নামছে তৃণমূল।  দলের ভোট বিশ্লেষণে দেখা গিয়েছে রাজ্যের ১৮-২৫ বছর বয়সী ভোটারদের মধ্যে তৃণমূলের জনপ্রিয়তা কমছে। এমনটাই খবর দলীয় সূত্রে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-অটোকে ধাক্কা মেরে  রাস্তার পাশের কুয়োয় ছিটকে পড়ল বাস, ৯ মহিলা-সহ নিহত ২৫


পুরসভা ভোটকে সামনে রেখে এবার যুবদেরই টার্গেট করেই ময়দানে নামছে তৃণমূল। লক্ষ ১৮-২৫ বছর বয়সী ভোটদাতারা। মঙ্গলবার এনিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটি বৈঠক করেন তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোর।  বৈঠকে ছিলেন দলের যুব সভাপতিরাও। পুরভোটের আগেই যুবদের মন জয় করতে প্রচার শুরু করেবে তৃণমূল।


রাজ্যের যুবদের মন জয় করার ক্ষেত্রে কোথায় দলের ঘাটতি তা খতিয়ে দেখতে বলা হয়েছে যুব সভাপতিদের। পাশাপাশি কী করলে ভালো ফল হবে তার একটা রূপরেখাও তৈরি করে দিতে হবে যুব সভাপতিদের। একইসঙ্গে এও জানা গিয়েছে, দলের কথা মতো যুব নেতারা না চললে তাদের সংগঠন থেকে সরিয়ে দেওয়া হবে।


আরও পড়ুন-আমি চিঁড়ে খাই, কৈলাসকে সপাটে জবাব দিলেন 'বাঙালি' দিলীপ


বৈঠকে ডাক পান দেবাংশু ভট্টাচার্য।  তিনি যুব সভাপতি নন। ছাত্র সংগঠনের কোনও পদেও নেই। তাহলে তিনি কি দলে কোনও পদ পেতে চলেছেন? এমনও একটা জল্পনা তৈরি হয়েছে।