Cooperative Bank Election: বিরোধীদের প্রার্থীই নেই! সমবায় ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতল তৃণমূল!
বছর ঘুরলেই রাজ্য়ে বিধানসভা ভোট। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রে ৩ কো-অপারেটিভ ব্যাংকের মধ্যে দুটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতল তৃণমূল।


তথাগত চক্রবর্তী: বছর ঘুরলেই রাজ্য়ে বিধানসভা ভোট। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রে ৩ কো-অপারেটিভ ব্যাংকের মধ্যে দুটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতল তৃণমূল। দুটি কো-অপারেটিভ ব্যাংকই ছিল বামদের দখলে।
সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রে কো-অপারেটিভ ব্যাংক তিনটে। বোড়াল কো অপারেটিভ ব্যাঙ্কের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছে তৃণমূল। ভোট হল না গড়িয়ার সংহতি কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডেও। আজ, রবিবার ভোট হওয়ার কথা ছিল ৭৯টি পদে। কিন্তু বিরোধীরা, এমনকী এতদিন যাঁরা ক্ষমতায় ছিল, সেই বামেরাও মনোনয়ন জমা দিতে পারল না! ফলে ভোটাভুটি ছাড়াও এবারও জিতে গেল তৃণমূলই।
আগামী ৪০ দিনের মধ্যে বোর্ড গঠন হবে সংহতি কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটিতে। বোর্ডে থাকবেন ২ মহিলা-সহ ১৫ জন সদস্য়। এদিন জয়ী প্রার্থীদের হাতে তুলে দেওয়া হল শংসাপত্র। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজপুর সোনারপুর পুরসভার ১ থেকে ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলাররা। সঙ্গে চেয়ারম্যান কাউন্সিল নজরুল আলি মন্ডল ও জেলা সমবায় দফতরের আধিকারিকরা।
সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের সাংগঠনিক প্রধান নজরুল আলি মন্ডল বলেন, 'মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে এই সমবায় সম্পুর্ণ গনতান্ত্রিক পদ্ধতিতে সাধারণ গরীব মানুষের সেবা করবে' ৷
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)