জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবশেষে প্রতীক্ষার অবসান। কোচবিহার-কলকাতা ৯ আসন বিশিষ্ট বিমান পরিষেবা চালু হচ্ছে মঙ্গলবার। কোচবিহার - রাজ আমলের কোচবিহার বিমানবন্দর দীর্ঘদিন ধরেই বন্ধ ছিল। রাজ্য এবং কেন্দ্রের তালবাহানার জন্য বারবার শুরু হয়েও বন্ধ হয়ে যাচ্ছিল বিমান পরিষেবা। এ বছর ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে বিমানবন্দর পরিদর্শনে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক। তিনি জানিয়েছিলেন, কেন্দ্রীয় সরকারের উরান প্রকল্পের আওতায় কোচবিহার থেকে কলকাতা ৯ আসন বিশিষ্ট ইন্ডিয়া ওয়ান এয়ার বিমান চলাচল করবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, DA Agitation: নবান্নর কড়া নির্দেশিকাকে বুড়ো আঙুল, খাতায় সই করেই জেলায় জেলায় পেন ডাউন সরকারি কর্মীদের


যদিও এনিয়ে চাপানইতোর শুরু হয় রাজ্য-কেন্দ্রের মধ্যে। পরবর্তীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, কলকাতা-কোচবিহার বিমান পরিষেবা চালু হতে চলেছে। ১৫ই ফেব্রুয়ারি বিমান পরিষেবা চালুর কথা থাকলেও কিছু কারণবশত বিমান পরিষেবা ১৫ তারিখের পরিবর্তে আগামীকাল অর্থাৎ ২১ শে ফেব্রুয়ারি থেকে চলবে বলে জানায় বিমান কর্তৃপক্ষ। এদিন সকাল সাড়ে বারোটা নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে এই বিমান রওনা দেবে কোচবিহারের উদ্দেশ্যে।


প্রথম দিন বিমানে যাত্রী হিসেবে রাজ্য সরকারের পাঁচ জন এবং ভারতীয় জনতা পার্টির তিনজন থাকবে বলে জানা গেছে। প্রথম দিন বিমানে যাত্রী হিসেবে কলকাতা থেকে কোচবিহারের উদ্দেশ্যে থাকবেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, কোচবিহারের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়, দুজন সাংবাদিক ও দুজন আধিকারিক। বিজেপির পক্ষ থেকে বিমানে থাকবেন কোচবিহার জেলা বিজেপির সভাপতি তথা কোচবিহার উত্তর কেন্দ্রে বিধায়ক সুকুমার রায় এবং কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে।


এই বিমান কোচবিহার বিমানবন্দরে আসার পর যাত্রীদের স্বাগত জানানোর কথা উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ এবং কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের। ইতিমধ্যে বার দুয়েক ট্রায়াল রান সম্পূর্ণ হয়েছে বিমানের। স্বভাবতই আশায় বুক বেঁধেছে কোচবিহারবাসী। উল্লেখ্য, কোচবিহারের সাংসদ হওয়ার পর নিশীথ প্রামাণিক ২০১৯ সালে বিমান নিয়ে এসে চালানোর ব্যবস্থাও করলেও শেষ পর্যন্ত রাজ্যে সরকারের অসহযোগিতার কারণে বিমান পরিষেবা চালু হয়নি। ‌


সোমবার থেকেই অনলাইনে টিকিট বুকিং করা যাবে। বিমান সংস্থা সূত্রে খবর, প্রথম ন’দিন ৯৯৯ টাকা করে ভাড়া লাগবে। এরপর থেকে ভাড়া হবে ৩৭৪০ টাকা। সেইসঙ্গে জিএসটি যোগ হবে। 


আরও পড়ুন, আত্মীয় সেজে বাড়িতে এসে শিশু চুরি! রাঁচি থেকে সদ্যজাতকে উদ্ধার করে মায়ের কোলে ফেরাল পুলিস


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)