নিজস্ব প্রতিবেদন: মাছের ফিসারীকে কেন্দ্র করে তৃনমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, বেলাগাম বোমাবাজিতে ধুন্ধুমার এলাকায়। ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার ভরতগড় এলাকায়। স্থানীয় সূত্রে খবর, একটি ফিশারি তৈরি করা নিয়ে প্রথমে বচসা বাঁধে দলের মধ্যে, এরপর হিসাবনিকাশ সংক্রান্ত বিষয় নিয়ে তা চরমে পৌঁছায় উভয় পক্ষের বচসা। এলাকায় শুরু হয় ব্যাপক বোমাবাজি। তৃণমূলের গোষ্ঠী কোন্দল ও বোমাবাজিতে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: বঙ্গোপসাগরে ট্রলার উল্টে দুর্ঘটনা, মাঝসমুদ্রে নিখোঁজ ২৭ জন মৎসজীবী


ঘটনায় গুরুতর আহত হয় দলের সওকাত মোল্লা, আজিজ মোল্লা-সহ বেশ কয়েক জন মহিলা। জানা গিয়েছে, একটি মাছের ফিসারির তৈরি করা নিয়ে গ্রামে প্রায় পরিবার থেকে পাচ  হাজার টাকা নেয় তৃণমূলের বেশ কয়েকজন কর্মী ।সেই টাকা কয়েক টি পরিবার হিসাব চাইতে গেলে তৃণমূলের ঐ কর্মীরা তাদের কে মারধর করে এলাকায় বোমাবাজি করে বলে অভিযোগ করে। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে আসে বাসন্তী থানার বিশাল পুলিশ বাহিনী।