Bengal Weather Update: এক ঝটকায় ৯ ডিগ্রি কমল তাপমাত্রা! গোটা রাজ্যে অকাল-শীত! চৈত্রের তপ্তদিনে কতদিন চলবে এমন?

Bengal Weather Update: কলকাতাতেই স্বাভাবিকের ৯ ডিগ্রি নীচে সর্বোচ্চ তাপমাত্রা। দিনের তাপমাত্রা স্বাভাবিকের নীচে। ঝড় বৃষ্টিতে নামল পারদ। দিনের তাপমাত্রা বেশি নামায় কার্যত শীতের অনুভূতি শহরে, রাজ্যেও।

সৌমিত্র সেন | Updated By: Mar 23, 2025, 10:26 AM IST
Bengal Weather Update: এক ঝটকায় ৯ ডিগ্রি কমল তাপমাত্রা! গোটা রাজ্যে অকাল-শীত! চৈত্রের তপ্তদিনে কতদিন চলবে এমন?

অয়ন ঘোষাল: এসে গেল রবিবারের আবহাওয়া-সংবাদ। কী জানা যাচ্ছে? কেমন থাকবে আজ এবং আগামীকাল ও আগামী কয়েকদিনে রাজ্যের আবহাওয়া? আপাতত একটা শীত-শীত ভাব। ঝড়বৃষ্টিতে নামল পারদ। আর দিনের তাপমাত্রা বেশি নামায় কার্যত শীতের অনুভূতিই রাজ্যে। 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News

আগামীকাল, সোমবার থেকে তাপমাত্রা অবশ্য বাড়তে শুরু করবে। বুধ বৃহস্পতিবারের মধ্যে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি তাপমাত্রা বাড়তে পারে। আজ, রবিবার উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির আশঙ্কা। বিকেল বা সন্ধ্যের দিকেই অবশ্য এর আশঙ্কা বেশি থাকবে।

সিস্টেম 

আসাম ও ছত্তীসগঢ়ে রয়েছে সক্রিয় ঘূর্ণাবর্ত। একটি অক্ষরেখা রয়েছে কর্ণাটক এলাকা থেকে তামিলনাড়ু পর্যন্ত। অন্য অক্ষরেখাটি উত্তর প্রদেশ থেকে মধ্য মহারাষ্ট্র পর্যন্ত বিস্তৃত। যেটি আবার ছত্তীসগঢ়ের ঘূর্ণাবর্তের উপর দিয়েই বিস্তৃত। আগামীকাল, ২৪ মার্চ নতুন করে পশ্চিমি ঝঞ্ঝা ঢুকছে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়।

দক্ষিণবঙ্গ
 
ঝড়বৃষ্টির জেরে জেলায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা তিন থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমেছে। কলকাতায় স্বাভাবিক থেকে নয় ডিগ্রি সেলসিয়াস নীচে দিনের তাপমাত্রা বা সর্বোচ্চ তাপমাত্রা। সব জেলাতেই দিন ও রাতের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নীচে। আজ তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই। দিন ও রাতের তাপমাত্রা সোমবার থেকে ক্রমশ বাড়বে। বৃহস্পতিবারের মধ্যে তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের। আজ, রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির আশঙ্কা। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা। বিকেল বা সন্ধ্যের দিকে সম্ভাবনা বেশি থাকবে। সোমবার দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির আশঙ্কা। বজ্রবিদ্যুৎ-সহ দুই জেলার দু-এক জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। সোমবার থেকে বাকি জেলায় পরিষ্কার আকাশ।

উত্তরবঙ্গ
 
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। কমেছে রাত ও দিনের তাপমাত্রা। আজ রবিবার পর্যন্ত তাপমাত্রা কমবে। সোমবার থেকে ঊর্ধ্বমুখী হবে পারদ। পরবর্তী তিন দিনে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। আজ রবিবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কয়েক পশলা। ২৪ মার্চ সোমবার উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। সোমবার থেকে পরিষ্কার আকাশ। ফের তাপমাত্রা বাড়তে শুরু করবে।

আরও পড়ুন: Most Deadliest Avalanche: ইতিহাসের ভয়ংকরতম তুষারধসে মৃত্যু প্রায় ৮০ হাজার, গৃহহীন লক্ষ-লক্ষ! কোথায় ঘটল ভয়ংকর এই বিপর্যয়?

আরও পড়ুন: Minister Quits: নিজের অনৈতিক যৌনতার কথা স্বীকার করে পদত্যাগ মন্ত্রীর! প্রধানমন্ত্রী পর্যন্ত বিচলিত...

কলকাতা
 
ঝড়বৃষ্টিতে দিনের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমল। স্বাভাবিকের ৯ ডিগ্রি নিচে সর্বোচ্চ তাপমাত্রা। একদিনে ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমল কলকাতায়। রাতের তাপমাত্রাও আরও নামল। সর্বোচ্চ ও সর্বনিম্ন দুই তাপমাত্রাই স্বাভাবিকের বেশ কিছুটা নীচে। আজ আংশিক মেঘলা আকাশ। কখনও পরিষ্কার আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা। আগামীকাল থেকে পরিষ্কার আকাশ। বুধবারের মধ্যে তাপমাত্রা অনেকটা বাড়বে।

কলকাতার তাপমান 

আজ সর্বনিম্ন তাপমাত্রা ২০.৬ ডিগ্রি। গতকাল  দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫৮ থেকে ৯৩ শতাংশ। বৃষ্টিপাত হয়েছে মাত্র ২.১ মিলিমিটার।

ভিনরাজ্য
 
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও দমকা ঝোড়ো বাতাস ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে বইতে পারে। বৃষ্টি হতে পারে কেরল মাহে কর্ণাটক মধ্যপ্রদেশ ছত্তীসগঢ় অন্ধ্রপ্রদেশ রয়েলসীমা ইয়ানামতে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হবে। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে তেলঙ্গানা ঝাড়খন্ড ও বিহারে।  বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বইবে অরুণাচল প্রদেশ লাক্ষাদ্বীপ ওড়িশা ও সিকিম পূর্ব ভারতের আসাম মেঘালয় মণিপুর মিজোরাম ও ত্রিপুরায়।

আপাতত দেশের কোথাও তাপপ্রবাহের সতর্কবার্তা নেই। গরম ও অস্বস্তিকর আবহাওয়া শুধুমাত্র গুজরাটে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.