WB assembly election 2021: `কমিশনকে দিয়ে অফিসারদের বদলি করাচ্ছেন`, ফের Shah-কে নিশানা Mamata-র
তৃতীয় দফায় ভোটের আগেও ফের ৩ জেলায় পুলিসকর্তাদের সরাল কমিশন।
নিজস্ব প্রতিবেদন: 'কমিশনকে দিয়ে অফিসারদের বদলি করাচ্ছেন'। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) ফের নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 'বিজেপির দালালি' করার অভিযোগ করলেন রাজ্যে এক শ্রেণীর অফিসাদের বিরুদ্ধেও। হুঁশিয়ারি দিলেন, ' আমিও দিল্লির পথ অনুসরণ করব'।
নির্বাচন ঘোষণার পর থেকেই রাজ্য পুলিশে লাগাতার রদবদল। বাদ যাননি ডিজি, এডিজি(আইনশৃঙ্খলা)-র মতো শীর্ষ পদাধিকারীরাও। বস্তুত, তৃতীয় দফায় ভোটে আগে গতকাল আলিপুরদুয়ারের পুলিস সুপার অমিতাভ মাইতি, ডায়মন্ড হারবারের (শিল্পাঞ্চল) ডেপুটি পুলিস কমিশনার মিঠুন দে ও চন্দননগরের ডেপুটি পুলিস কমিশনার তথাগত বসুকে সরিয়ে দিল কমিশন। আর তাতেই বেজায় চটেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) বিরুদ্ধে তোপ দাগলেন তিনি।
এদিন হুগলির খানাকুলে জনসভায় মমতা বলেন, 'কমিশনকে দিয়ে অফিসারদের বদলি করাচ্ছেন শাহ। বদলি করা আনা হচ্ছে বিজেপি দালালদের'। তাঁর আরও অভিযোগ, 'একশ্রেণির অফিসার বিজেপি দালালি করছে। আমিও দিল্লির পথ অনুসরণ করব'। মুখ্যমন্ত্রীর কথায়, 'দিল্লিতে বাংলায় ১৩৫ জন অফিসারকে সরিয়ে দিয়েছিল। আমরাই তাঁদের পাশে দাঁড়িয়েছিলাম। আমি রাজ্যের অফিসারদেরও ভালোবাসি, দিল্লির অফিসারদেরও ভালোবাসি'।
প্রসঙ্গত, এর আগে ভোটের প্রচারে গিয়ে অমিত শাহের বিরুদ্ধে নির্বাচন কমিশন চালানোর অভিযোগ করেছিলেন তৃণমূল সুপ্রিমো। কোচবিহারের তুফানগঞ্জের জনসভায় তিনি বলেছিলেন, 'প্রতিদিন পুলিসের লোক বদল করছে কমিশন। অমিত শাহ নির্বাচন কমিশন চালাচ্ছে। ওকে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে সরিয়ে কমিশনের চেয়ারম্যান করে দেওয়া হোক'।