WB Assembly Election 2021: গ্রামে বুথ নেই, বাঁকুড়ার তালড্যাংরায় ভোট বয়কটের সিদ্ধান্ত স্থানীয় বাসিন্দাদের

পাশের গ্রামে গিয়ে ভোট দিতে নারাজ তাঁরা।

Updated By: Apr 1, 2021, 12:06 AM IST
WB Assembly Election 2021: গ্রামে বুথ নেই, বাঁকুড়ার তালড্যাংরায় ভোট বয়কটের সিদ্ধান্ত স্থানীয় বাসিন্দাদের

নিজস্ব প্রতিবেদন: প্রথম দফায় বুথমুখো হননি ছাতনা ও রানিবাঁধ বিধানসভাকেন্দ্রের ভোটারদের একাংশ। দ্বিতীয় দফাতেও ফের ভোট বয়কট বাঁকুড়ায়। এবার ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিলেন তালড্যাংরা বিধানসভাকেন্দ্রের ভালুকবাসা গ্রামের বাসিন্দারা। 

প্রথম দফাতেই ভোট হয়ে গিয়েছে জেলার একাংশ। আজ, দ্বিতীয় দফায় ভোটগ্রহণ তালড্যাংরা-সহ বা বাঁকুড়া জেলার ৮ টি বিধানসভা কেন্দ্রে। ভোট নেওয়া হবে বাঁকুড়া শহরেও। তবে 'গণতন্ত্রের উৎসবে' সামিল হবেন না  ভালুকবাসা গ্রামের বাসিন্দারা। এই গ্রামটি তালড্যাংরা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। ভোটার সংখ্যা ৫৮০। গ্রামবাসীদের বক্তব্য, এলাকায় কোনও বুথ নেই। প্রতিবার পাশের গ্রামে গিয়ে ভোট দিতে হয়। গ্রামে যদি বুথ  চালু না হয়, তাহলে ভোট দেবেন না। উল্লেখ্য, প্রথম দফায় ভোটে একই কারণে ভোট বয়কট করেছিলেন বাঁকুড়ারই রানিবাঁধ বিধানসভাকেন্দ্রে ভোটারদের একাংশ।

আরও পড়ুন: West Bengal Election 2021: ভোটে আগের রাতে নন্দীগ্রামে 'প্রচার', বিতর্কে Mamata-র ফোন পাওয়া প্রলয়

প্রসঙ্গত, একুশের ভোটে রাজ্যে বিভিন্ন প্রান্তে ভোট বয়কটের প্রবণতা দেখা যাচ্ছে। পানীয় জল না পেয়ে ভোট বয়কটে হুমকি দিয়েছেন জলপাইগুড়ি সদর ব্লকের গরালবাড়ি পঞ্চায়েত এলাকার সরকারপাড়ার বাসিন্দারা। গ্রামবাসীদের সাফ কথা, জল পেলেই ভোট দেবেন, নচেৎ নয়।  দুর্গাপুরে আবার ভোট বয়কট করে  'জনযুদ্ধের জন্য গেরিলা বাহিনী'র গড়ে তোলার আহ্বান জানিয়ে পোস্টার পড়েছে। 

.