উত্তরে প্রবল দুর্যোগের পূর্বাভাস, দক্ষিণে ফের ভ্যাপসা গরমের ভ্রূকুটি

নিম্নচাপ অক্ষরেখার সক্রিয়তার ফলে জুলাইয়ের প্রথম সপ্তাহে উত্তরবঙ্গে বর্ষণ বাড়বে। হিমালয়ের পার্বত্য এলাকা ছাড়াও তরাই ও ডুয়ার্সে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। যার জেরে পাহাড়ি নদীগুলিতে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। ভাসতে পারে ডুয়ার্সের একাংশ। 

Updated By: Jun 30, 2018, 10:11 AM IST
উত্তরে প্রবল দুর্যোগের পূর্বাভাস, দক্ষিণে ফের ভ্যাপসা গরমের ভ্রূকুটি

নিজস্ব প্রতিবেদন: টানা কয়েকদিনের দুর্যোগের পর আপাতত দক্ষিণবঙ্গে ছুটি নিয়েছে বৃষ্টি। তবে উত্তরের ছবিটা মোটেও তেমন নয়। সেখানে প্রবল বর্ষণের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। 

পূর্বাভাস অনুসারে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে টানা বর্ষণের সম্ভাবনা নেই। তবে নিম্নচাপ অক্ষরেখার জন্য বিচ্ছিন্ন বর্ষণ হতে পারে গাঙ্গেয় ও দামোদর উপত্যকায়। বজ্রগর্ভ মেঘ সঞ্চারের ফলে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে সেখানে। আগামী সপ্তাহের মধ্যে দক্ষিণবঙ্গে ফের বর্ষা সক্রিয় হওয়ার সম্ভাবনা কম বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। 

উলটো দিকে নিম্নচাপ অক্ষরেখার সক্রিয়তার ফলে জুলাইয়ের প্রথম সপ্তাহে উত্তরবঙ্গে বর্ষণ বাড়বে। হিমালয়ের পার্বত্য এলাকা ছাড়াও তরাই ও ডুয়ার্সে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। যার জেরে পাহাড়ি নদীগুলিতে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। ভাসতে পারে ডুয়ার্সের একাংশ। 

ঝালদা পৌরসভায় বোর্ড গঠনে তৃণমূলকে সমর্থন বাম-কংগ্রেসের

বিক্ষিপ্ত বর্ষণের ফলে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আসেপাশে থাকবে বলে অনুমান। তবে সপ্তাহের শেষের দিকে তাপমাত্রা বাড়তে পারে। 

তবে কি ফিরতে চলেছে অস্বস্তিকর গরম? পূর্বাভাস অনুসারে তেমন সম্ভাবনা খুব বেশি নেই। কারণ জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। যার জেরে জুলাইয়ের মাঝামাঝি ফের বঙ্গমুখী হতে পারে বর্ষা। 

.