রাতভর একনাগারে বৃষ্টি, বিপর্যস্ত শহর ও শহরতলি

রাতভর একনাগারে বৃষ্টি। বিপর্যস্ত শহর ও শহরতলি। জলমগ্ন কলকাতার বেশ কিছু এলাকা।  জল থৈ থৈ অবস্থা মধ্য কলকাতার কয়েকটি জায়গা। সেন্ট্রাল অ্যাভিনিউ -এমজি রোড ক্রসিং, মহম্মদ আলি পার্ক, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, কলেজ স্কোয়ার,  ঠনঠনিয়া কালীবাড়ি, রাজারামমোহন রায় সরণি, আমহার্সট স্ট্রিট থানা এবং মারওয়াড়ি হাসপাতালের কাছে সকাল পর্যন্ত জমে জল। তবে বউ বাজার , গিরিশপার্কের কাছে সেরকম জল নেই। দক্ষিণ কলকাতার ঢাকুরিয়া সহ কিছু জায়গায় জল জমেছে। রাতভর বৃষ্টিতে বিপর্যস্ত হাওড়াও।  হাঁটু জল পঁচিশটি ওয়ার্ডে। জল থৈথৈ  রাস্তাঘাট  থেকে অলিগলি। ফলে চরম বিপাকে পড়েছেন হাওড়াবাসী। যদিও ট্রেন চলাচল এখনও পর্যন্ত স্বাভাবিক আছে বলেই জানা যাচ্ছে।  

Updated By: Jul 11, 2017, 08:55 AM IST
রাতভর একনাগারে বৃষ্টি, বিপর্যস্ত শহর ও শহরতলি

ওয়েব ডেস্ক: রাতভর একনাগারে বৃষ্টি। বিপর্যস্ত শহর ও শহরতলি। জলমগ্ন কলকাতার বেশ কিছু এলাকা।  জল থৈ থৈ অবস্থা মধ্য কলকাতার কয়েকটি জায়গা। সেন্ট্রাল অ্যাভিনিউ -এমজি রোড ক্রসিং, মহম্মদ আলি পার্ক, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, কলেজ স্কোয়ার,  ঠনঠনিয়া কালীবাড়ি, রাজারামমোহন রায় সরণি, আমহার্সট স্ট্রিট থানা এবং মারওয়াড়ি হাসপাতালের কাছে সকাল পর্যন্ত জমে জল। তবে বউ বাজার , গিরিশপার্কের কাছে সেরকম জল নেই। দক্ষিণ কলকাতার ঢাকুরিয়া সহ কিছু জায়গায় জল জমেছে। রাতভর বৃষ্টিতে বিপর্যস্ত হাওড়াও।  হাঁটু জল পঁচিশটি ওয়ার্ডে। জল থৈথৈ  রাস্তাঘাট  থেকে অলিগলি। ফলে চরম বিপাকে পড়েছেন হাওড়াবাসী। যদিও ট্রেন চলাচল এখনও পর্যন্ত স্বাভাবিক আছে বলেই জানা যাচ্ছে।  

আরও পড়ুন ফুঁসছে তিস্তা, মালবাজার মহকুমার পরিস্থিতি আরও জটিল হল

আজ সারাদিন বৃষ্টি চলবে। জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস সূত্রে খবর পঞ্জাব থেকে বঙ্গোপসাগর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় রয়েছে। যার প্রভাবে সোমবার সন্ধে থেকে বৃষ্টি শুরু হয়েছে। সকাল সাড়ে ৬টা পর্যন্ত কলকাতায় ১০৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। রাতে শহরের কোথাও কোথাও জল জমলেও সকালে অধিকাংশ জায়গাতেই জল নেমে গেছে।

আরও পড়ুন পাহাড়ে আজও আগুন, ঋষিহাটে ফরেস্ট বিট অফিসে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা

.