পঞ্চায়েত আইন না জেনেই তিনি পদে রয়েছেন? কমিশন সচিবকে কটাক্ষ ডিভিশন বেঞ্চের

সোমবার ডিভিশন বেঞ্চে শুনানি শুরুর পরই কমিশনের সচিব নীলাঞ্জন শাণ্ডিল্যের কথায় বিস্মিত হন বিচারপতিদ্বয়। আদালতের প্রশ্নের মুখে এদিন সচিব নীলাঞ্জন শাণ্ডিল্য বলেন, ‘‘আমি আইনজ্ঞ নন।’’ তাঁর এই উত্তরে আদালতের প্রশ্ন, ‘‘তাহলে কি পঞ্চায়েত আইন না জেনেই তিনি পদে রয়েছেন?’’  

Updated By: Apr 16, 2018, 03:54 PM IST
 পঞ্চায়েত আইন না জেনেই তিনি পদে রয়েছেন? কমিশন সচিবকে কটাক্ষ ডিভিশন বেঞ্চের

নিজস্ব প্রতিবেদন: পঞ্চায়েত মামলায় হাইকোর্টের প্রশ্নের মুখে পড়ে প্রায় নাজেহাল অবস্থা রাজ্য নির্বাচন কমিশনের সচিবের। সোমবার কমিশনের প্রতিনিধিকে ডিভিশন বেঞ্চের তীক্ষ্ণ প্রশ্ন, ‘‘রাজনৈতিক দলের আর্জিকে কমিশন কি সমর্থন করছে?’’  উত্তরে এদিন কমিশন সচিব নীলাঞ্জন শাণ্ডিল্য জানান, ‘‘ভোট প্রক্রিয়ায় স্থগিতাদেশে কমিশন নিজেকে বঞ্চিত মনে করেছে।’’

সোমবার ডিভিশন বেঞ্চে শুনানি শুরুর পরই কমিশনের সচিব নীলাঞ্জন শাণ্ডিল্যের কথায় বিস্মিত হন বিচারপতিদ্বয়। আদালতের প্রশ্নের মুখে এদিন সচিব নীলাঞ্জন শাণ্ডিল্য বলেন, ‘‘আমি আইনজ্ঞ নন।’’ তাঁর এই উত্তরে আদালতের প্রশ্ন, ‘‘তাহলে কি পঞ্চায়েত আইন না জেনেই তিনি পদে রয়েছেন?’’  

আরও পড়ুন: ডিভিশন বেঞ্চে পঞ্চায়েত মামলার শুনানি শেষ, কোন পথে গড়াল জল?

তৃণমূলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতোই আজ আদালতে কমিশন দাবি করে, হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের পঞ্চায়েত মামলা শোনার এক্তিয়ার নেই। সংবিধানের ২৪৩(ও) ধারা উল্লেখ করে কমিশন সচিবের দাবি, ভোট প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার পর আদালত তাতে হস্তক্ষেপ করতে পারে না। রাজ্যের পঞ্চায়েত আইনের ৭৮ ধারায় শুধুমাত্র ভোটের পর আদালতে আর্জি জানানো যায়। এরপরই নীলাঞ্জন শাণ্ডিল্যকে দুই বিচারপতি প্রশ্ন করেন, ‘‘তাহলে সিঙ্গল বেঞ্চে কমিশন একথা বলছে না কেন?’’  উত্তরে কমিশন সচিব নীলাঞ্জন শাণ্ডিল্য জানান, সিঙ্গল বেঞ্চে কমিশন নিজেকে 'বঞ্চিত' মনে করেছে। তাই ডিভিশন বেঞ্চের রায়ের দিকেই তাকিয়ে রয়েছে কমিশন। 

.