Bengal Weather: জোড়া অক্ষরেখার দাপট, স্বস্তি ফিরল দিনে! বজ্রবিদ্যুৎ-সহ কালবৈশাখীর পূর্বাভাস...
Weather Update: রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে আর মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে। বিকেল বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, শিলাবৃষ্টি সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া এমনকি কালবৈশাখীর পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলাতে। উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-শিলাবৃষ্টির পূর্বাভাস।

অয়ন ঘোষাল: আরও কমল তাপমাত্রা। স্বস্তি ফিরল দিনে। রাতে আপাতত কয়েকদিন আর্দ্রতা জনিত অস্বস্তি। আপাতত টানা বৃষ্টির পূর্বাভাস বঙ্গে (Rain Update)। দক্ষিণে রবিবার পর্যন্ত বৃষ্টি। উত্তরে বৃষ্টি চলবে সোম এমনকি কোথাও কোথাও মঙ্গলবার পর্যন্ত। আসামে রয়েছে সক্রিয় ঘূর্ণাবর্ত। জোড়া অক্ষরেখার দাপট। একটি অক্ষরেখা রয়েছে ছত্রিশগড় থেকে কর্ণাটক পর্যন্ত। এটি তেলেঙ্গানার ওপর দিয়ে গেছে। অন্য অক্ষরেখাটি কর্ণাটক থেকে কেরালা পর্যন্ত বিস্তৃত। নতুন করে কাল পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
দক্ষিণবঙ্গে গতকাল, ২০ মার্চ বৃষ্টি পেয়েছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, নদীয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ। ২১ মার্চ শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি। বৃষ্টির বেশি সম্ভাবনা বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমান জেলাতে।কালবৈশাখীর সম্ভাবনা বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হাওড়া ও হুগলি এই ছয় জেলাতে। সব জেলাতেই দমকা ঝড় ৬০ কিলোমিটার গতিবেগে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও শিলাবৃষ্টির সতর্কতা।
২২ মার্চ শনিবার বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। বাকি জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টি। ২৩ মার্চ রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা। সোমবার ২৪ মার্চ দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হবার সম্ভাবনা।
উত্তরবঙ্গে শুক্রবার থেকে বাড়বে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। ধীরে ধীরে কমবে দিনের তাপমাত্রা। সপ্তাহের শেষে চার-পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যেতে পারে। তবে রাতের তাপমাত্রায় আপাতত পরিবর্তন নেই। দিনের বেলায় গরম বাড়বে। অস্বস্তিকর আর্দ্রতা তৈরি হতে পারে রাতে। ২১ মার্চ শুক্রবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। উত্তরবঙ্গের জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বইবে।
২২ মার্চ শনিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা। উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার এই তিন জেলাতে শিলাবৃষ্টি-সহ দুর্যোগপূর্ণ আবহাওয়া। ২৩ মার্চ রবিবার উত্তর বঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা। সোমবার ২৪ মার্চ উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবার সম্ভাবনা।
মঙ্গলবার উত্তরের ওপরের দিকের ৩ জেলায় হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। কলকাতায় শুক্রবার সন্ধ্যে বা রাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝড়ের গতিবেগ বাড়বে আজ। শনিবারেও কলকাতাতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে বিকেল ও সন্ধ্যের দিকে। কলকাতার তাপমান কমল দিন ও রাতের তাপমাত্রা। ফিরল স্বস্তি। কাল রাতের তাপমাত্রা ২৬.৬ থেকে অনেকটা কমে ২৩.৯ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৯ থেকে কমে ৩২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৪ থেকে ৯৫ শতাংশ। কাল সামান্য বৃষ্টি হয়েছে কলকাতায়।
আরও পড়ুন, School Teacher: ক্লাসরুমেই ছাত্রীদের গোপনাঙ্গে হাত, মোবাইলে অশালীন চ্যাট! তারপর...
আরও পড়ুন, Malda News: টিউটরের 'কীর্তি'! মালদহে নাবালিকাকে হোটেলে নিয়ে গিয়ে....
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)