অয়ন ঘোষাল: আগামীকাল রবিবারের মধ্যে ওড়িশা ও ছত্তিশগড়ের কিছু অংশে মৌসুমী অক্ষরেখা ফের সক্রিয় হবে। আগামী পাঁচ দিনে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খন্ড, গুজরাতের আরও কিছু অংশে মৌসুমী অক্ষরেখা প্রভাব বিস্তার করবে।
মৌসুমী অক্ষরেখার পশ্চিমাংশ ২৬ মে এবং পূর্ব অংশ ২৯ মে থেকে একই জায়গায় অবস্থান করছিল। পশ্চিমবঙ্গের বালুরঘাটে এসে থমকে গিয়েছিল দুর্বল মৌসুমী বায়ু। অবশেষে আশার আলো। মৌসুমী বায়ু ছড়িয়ে পড়ার অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে বাংলায়।
আরও পড়ুন:Ajker Rashifal | Horoscope Today: একসঙ্গে অনেক দায়িত্ব কাঁধে তুলবেন না মিথুন, নতুন সম্পর্কে জড়াতে পারেন বৃশ্চিক...
দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা। সঙ্গে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা। রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া জেলাতে।
দক্ষিণবঙ্গে সোমবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূম, মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। সোমবার থেকে বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে। সন্তোষজনক বৃষ্টি পাবে কলকাতা।
আবার প্রবল বৃষ্টির আশঙ্কা উত্তরবঙ্গে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং দার্জিলিং ও কালিম্পং জেলাতে। রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি দার্জিলিং-সহ ওপরের পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে।
আরও পড়ুন:Ahmedabad Plane Crash: বহুবার বাঁচিয়েছেন যাত্রীদের, ৯৩০০ ঘণ্টার অভিজ্ঞতা নিয়েও এবার পারলেন না সুমিত-ক্লাইভ!
মাঝে সোম, মঙ্গল কিছুটা বিরতির পর বুধবার থেকে ফের ভারী বৃষ্টির আশঙ্কা দার্জিলিং সহ উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে। বেশি বৃষ্টি হবে দার্জিলিং, মালদা ও দিনাজপুরে।
উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য আলিপুর আবহাওয়া দফতরের সতর্কবার্তা জারি। আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে নদীর জলস্তর বাড়বে। তিস্তা, তোর্সা, জলঢাকা সহ অন্যান্য নদীর জলস্তর বাড়তে পারে। নিচু এলাকা প্লাবনের আশঙ্কা। পার্বত্য এলাকায় ধসের আশঙ্কা। ক্ষতি হতে পারে শষ্যের। দৃশ্যমানতা কমতে পারে। সড়কপথে যান চলাচলের সতর্কতা অবলম্বনের পরামর্শ পর্যটকদের।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)