Bengal Weather: কনকনে শীতে জবুথবু বাংলা, জেলায় শৈত্যপ্রবাহ! বড়দিনে কেমন থাকবে আবহাওয়া?

Weather Update: কনকনে শীতে জবুথবু বাংলা। শৈত্যপ্রবাহের কবলে পড়ল বাংলা। আজ নয় জেলায় শৈত্যপ্রবাহ। রবিবার পর্যন্ত রাজ্যে শৈত্যপ্রবাহ। আঠেরো ডিসেম্বর পর্যন্ত শীতের স্পেল। বড়দিনে বাড়তে পারে উষ্ণতা। জানুয়ারিতে ফের ফিরতে চলেছে শীতের আমেজ। 

Updated By: Dec 14, 2024, 09:00 AM IST

অয়ন ঘোষাল: রাজ্যে রবিবার পর্যন্ত শৈত্যপ্রবাহ। পশ্চিমের জেলায় ১০ ডিগ্রির নিচে পারদ। কলকাতায় আরও ৩ দিন ১৫ ডিগ্রির নিচে থাকবে তাপমাত্রা। উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় কুয়াশার সম্ভাবনা। দক্ষিণবঙ্গের তিন জেলায় ঘন কুয়াশা। ১৪, ১৫, ১৬ ডিসেম্বর দক্ষিণের ৫ জেলায় শৈত্য প্রবাহ। বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই পাঁচ জেলায় শৈত্য প্রবাহ চলবে।

আরও পড়ুন, Farakka Incident: ফরাক্কায় শিশুকন্যাকে ধর্ষণ-খুনেও ফাঁসির সাজা! যাবজ্জীবন অপরজনকে...

কলকাতায় সোমবার পর্যন্ত ১৫ ডিগ্রির নিচেই থাকবে পারদ। পশ্চিমের জেলায় ১০ ডিগ্রির নিচে চলে যাবে তাপমাত্রা। জাঁকিয়ে শীতের স্পেল রবিবার পর্যন্ত। ১৮ ডিসেম্বর পর্যন্ত শুষ্ক আবহাওয়া। জমিয়ে শীতের স্পেল। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কুয়াশার দাপট থাকবে তিন জেলাতে। পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। কলকাতা-সহ বাকি জেলাতেও সকালের দিকে হালকা কুয়াশা ধোঁয়াশা।

দার্জিলিংয়ের তাপমাত্রা ১ ডিগ্রি। কালিম্পং ৫ ডিগ্রি। অর্থাৎ দক্ষিণের পাশাপাশি উত্তরেও শৈত্য প্রবাহের পরিস্থিতি। জাঁকিয়ে শীতের স্পেল বাকি উত্তরবঙ্গেও। তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস নিচে থাকবে বলে অনুমান আবহাওয়া দপ্তরের। আগামী পাঁচ দিন তাপমাত্রার কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। বৃষ্টির সম্ভাবনা নেই ১৮ই ডিসেম্বর পর্যন্ত। কুয়াশার সম্ভাবনা আজকেও দার্জিলিং-সহ উত্তরবঙ্গে। আজ হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা উত্তরবঙ্গের চার জেলাতে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে কুয়াশার সতর্কবার্তা। 

পারদের তেমন কোনও হেরফের নেই। শহরে জমিয়ে শীতের আমেজ। কলকাতাতে ১৪ ডিগ্রির ঘরে পারদ। সকালে হালকা কুয়াশা। বেলায় ঝলমলে আকাশ। রাত ও দিনের দুই তাপমাত্রাই স্বাভাবিকের বেশ কিছুটা নিচে। আপাতত ১৫ ডিগ্রির নিচেই থাকবে তাপমাত্রা। জাঁকিয়ে শীতের পরিস্থিতি চলবে ১৬ তারিখ পর্যন্ত। তারপর কিছুটা বাড়বে তাপমাত্রা। উষ্ণ বড়দিনের পূর্বাভাস। 

কলকাতার তাপমান আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি। গতকাল  দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৩ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪২ থেকে ৮৯ শতাংশ। এদিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা কেরল এবং মাহেতে। তামিলনাডু পন্ডিচেরি কড়াই কাল কর্নাটকে ভারী বৃষ্টি হবে। শৈত্যপ্রবাহের পরিস্থিতি জম্মু-কাশ্মীর, লাদাখ, মোজাফফরাবাদ, হিমাচলপ্রদেশ, উত্তরাখন্ড, পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লি, রাজস্থান, বিহার, ঝাড়খন্ড, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, সৌরাষ্ট্র, কচ্ছ। ঘন কুয়াশার দাপট আসাম, মেঘালয়, মনিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরাতে।

আরও পড়ুন, Habra: 'আমরা ধর্ষক', গৃহবধূর বাড়িতে এবার হুমকি চিঠি! ৫ দিনের মধ্যে তুলে নিয়ে গিয়ে...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.