ত্রিকোণ সমপ্রেম! প্রেমিকের জীবনে তৃতীয় পুরুষের আগমনে অভিমানী যুবক ঘটাল ভয়ংকর কাণ্ড

শংকর ঢালির সাথে ৩ বছর ধরে লিভ-ইন সম্পর্কে ছিলেন সুশান্ত বারুই। এখন এই শংকর ঢালির সঙ্গে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় কাশ্মীরের যুবক আকিব খানের। 

Updated By: Jan 31, 2023, 06:30 PM IST
ত্রিকোণ সমপ্রেম! প্রেমিকের জীবনে তৃতীয় পুরুষের আগমনে অভিমানী যুবক ঘটাল ভয়ংকর কাণ্ড

সঞ্জয় রাজবংশী: ত্রিকোণ সমপ্রেম। সমপ্রেম সম্পর্কের মধ্য়ে তৃতীয় ব্যক্তির আগমন। আর তার জেরেই অভিমানে বিষ খেয়ে আত্মঘাতী এক যুবক। আত্মঘাতী যুবকের নাম সুশান্ত বারুই। বয়স ২১ বছর। ঘটনাটিকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গুপ্তিপাড়া স্টেশন সংলগ্ন এলাকায়। তড়িঘড়ি ওই যুবককে উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 

জানা গিয়েছে, কালনা থানার অন্তর্গত শাসপুর দিঘির পশ্চিমপাড় এলাকার বাসিন্দা ছিলেন সুশান্ত বারুই। গুপ্তিপাড়ার মীরডাঙা কলোনির বাসিন্দা শংকর ঢালির সাথে ৩ বছর ধরে লিভ-ইন সম্পর্কে ছিলেন তিনি। এখন এই শংকর ঢালির সঙ্গে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় কাশ্মীরের যুবক আকিব খানের। কালনার সরস্বতী পুজো উপলক্ষে আকিব খান কাশ্মীর থেকে আসে শংকরের বাড়িতে। যা মেনে নিতে পারেননি শঙ্করের পার্টনার সুশান্ত বারুই। এই নিয়ে মনোমালিন্য শুরু হয়। সম্পর্কে টানাপোড়েন দেখা যায়। কয়েকদিন আগে তাঁদের মধ্যে এই নিয়ে ঝামেলাও হয়েছিল। 

এরপরই এদিন সকালে গুপ্তিপাড়া স্টেশনের কাছে গিয়ে সে বোতল পরিষ্কার করার পাউডার খেয়ে নেয়। তারপর সে কথা  সুশান্ত শংকরকে ফোন করে জানায়। বিষয়টি জানতে পেরে শংকর ঢালি তড়িঘড়ি তাঁকে কালনা হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় সুশান্তের পরিবারের দাবি, বিষ খেয়ে তাদের ছেলে আত্মঘাতী হয়নি। এই গল্প সত্য নয়। এর পিছনে রয়েছে অন্য কোনও রহস্য।

আরও পড়ুন, অমর্ত্য সেনকে দেওয়া মুখ্যমন্ত্রীর কাগজ অপ্রাসঙ্গিক! আলোচনা চাইলেন বিশ্বভারতীর উপাচার্য

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)