Free IIT courses on Startup India website: যে ১০টি বিনামূল্যের আইআইটি কোর্স করলে চাকরি হবেই, উপার্জনও প্রচুর...

Free IIT courses on Startup India website: স্টার্টআপ ইন্ডিয়ার ওয়েবসাইটে ১০টি বিনামূল্যের আইআইটি কোর্স। এই কোর্সগুলি করে নিজেকে আর পাঁচটা চাকরিপ্রার্থীর থেকে এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া...

Updated By: Mar 17, 2025, 11:43 AM IST
Free IIT courses on Startup India website: যে ১০টি বিনামূল্যের আইআইটি কোর্স করলে চাকরি হবেই, উপার্জনও প্রচুর...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: যারা দীর্ঘদিন ধরে চাকরি পাচ্ছেন না, তাদের কথা ভেবে ভারত সরকার বিনামূল্যে এমন কিছু কোর্স এনেছেন যা চাকরি পাওয়ার লক্ষ্যে একধাপ এগিয়ে দেবে। এই কোর্সগুলি উচ্চমাধ্যমিক পাস করার পর থেকেই করা যাবে। বিশেষত সকলকে চাকরিমুখী করে তুলতেই এমন উদ্যোগ নিয়েছেন আমাদের কেন্দ্র সরকার। দিন দিন চাকরির প্রতিযোগিতা বেড়ে যাওয়ার ফলে চাকরিপ্রার্থীদের জন্য নতুন নতুন চ্যালেঞ্জেরও সৃষ্টি হচ্ছে আর এর থেকে বাঁচার একমাত্র উপায় নিজেকে আপডেটেড রাখা। তার জন্যই এই কোর্সগুলি হয়ে উঠেছে অত্যন্ত জনপ্রিয়।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

Department for Promotion of Industry and Internal Trade (DPIIT) এর অধীনে স্টার্ট-আপ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে NPTEL-এ হোস্ট করা IIT-এর বেশ কয়েকটি বিনামূল্যের কোর্সের তালিকা-

আরও পড়ুন: Trending Technology for 2025: যে ২৫ টেক-কেরিয়ার বাছলে আপনার চাকরির অভাব হবে না, হাতে আসবে প্রচুর টাকাও!

১. Understanding Design Thinking and People-Centered Design, IIT Kanpur

এই কোর্সটি হয় একটি orientation কোর্স, যার লক্ষ্য হল Design Thinking এবং People-Centered Design (PCD) এর সঙ্গে চকরিপ্রার্থীদের পরিচয় করানো। এখানে টোটাল ৪টি মডিউল আছে। এখানে  ইঞ্জিনিয়ারিং এবং মার্কেটিং -এর সঙ্গে ছোট্ট করে পরিচয় করানো হয়। এই কোর্সের মধ্যে আছে ছোট্ট করে ভূমিকা, গবেষণার কিছু বিষয় এখানে জানানো হবে তার সঙ্গে এই কোর্সটেকে নিয়ে বিশ্লেষণও করা হবে। 

২. Managerial Accounting, IIT Bombay

অ্যাকাউন্টিং হল ব্যবসার ভাষা। এই কোর্সে আছে ১৬টি মডিউল। এই কোর্সের মূল উদ্দেশ্য হল হিসাব রক্ষণাবেক্ষণ করা। যারা ভবিষ্যতের ব্যবসায়ী মূলত তাদের জন্য এই কোর্সটি। এখানে বিবৃতি বিশ্লেষণের মাধ্যমে শেখানো হবে হিসাব রক্ষণাবেক্ষণ।

৩. Managerial Economics, IIT Bombay

এই কোর্সটির মাধ্যমে পড়ুয়ারা ব্যবসায়িক ধারণা লাভ করতে পারবে। একজন সফল ব্যবসায়িকের চিন্তাভাবনা কী হওয়া উচিত তা জানা যাবে এই কোর্স থেকে। এখানে আছে সর্বাধিক ৪টি মডিউল। 

৪. Supply Chain Analytics, IIT Roorkee

এই কোর্সের মূল উদ্দেশ্য হল শিক্ষার্থীদের ব্যবসায়িক ধারণা প্রদান করার পাশাপাশি পড়ুয়াদের ব্যবসায়িক শৃঙ্খল বিশ্লেষণের ধারণা দেওয়া। এরফলে তারা তাদের লক্ষ্যে পৌঁছাবে খুব সহজে। ভবিষ্যতে কী করলে তারা তাদের ব্যবসায় উন্নতি করতে পারবে তা এই কোর্স থেকে জানতে পারবে। 

৫. Introduction to Data Analytics, IIT Madras

এই কোর্সটি মূলত তথ্য বিশ্লেষণ করে তথ্যকে কার্যকর জ্ঞানে রূপান্তর করারই বিজ্ঞান। এখানে মূলত বর্ণনামূলক, অনুমানমূলক, ভবিষ্যদ্বাণীমূলক এবং নির্দেশমূলক বিশ্লেষণের উপর জোর দেওয়া হবে। কীভাবে ডেটাগুলিকে তথ্যে রূপান্তরিত করা হবে তা নিয়ে এখানে আলোচনা করা হয়। 

৬. Security Analytics and Portfolio Management, IIT Kharagpur

এই কোর্সটিতে বিনিয়োগ ব্যবস্থাপনার উপর একটি তাত্ত্বিক এবং ব্যবহারিক ভিত্তি প্রদান করে। কোর্সটির মূল উদ্দেশ্য হল পোর্টফোলিও পদ্ধতি, বন্ড এবং ইক্যুইটি বাজারের কার্যক্রম এবং আর্থিক তত্ত্বের প্রয়োগ সম্বন্ধে জানা। 

৭. Developing Soft Skills and Personality, IIT Kanpur

এই কোর্সটির লক্ষ্য হল Soft Skills কী তা জানা এবং নিজের মধ্যে এমন এক ব্যক্তিত্ব গড়ে তোলা যার ফলে ক্রেতাদের সঙ্গে খুব ভালো করে বুঝেশুনে কথা বলতে পারা যাবে। 

৮. Consumer Behaviour, IIT Kharagpur

এই কোর্সটিতে ফোকাস করা হবে psychological এবং sociological elements-গুলির উপর। এই কোর্সের মূল লক্ষ্য হল ক্রেতাদের ব্যবহার, কথাবার্তা, তাদের আচারআচরণ ভালো করে বুঝে তাদের সঙ্গে ভালো করে কথা বলা।

৯. Economics of PR, IIT Patna

এই কোর্সটি মূলত ২টি ভাগে ভাগ করা আছে। প্রথমভাগে আছে intellectual property (IP)-কে নিয়ে ব্যাখ্যা এবং তা সম্বন্ধে ভালো করা জানা। এখানে আছে যে বিছয়গুলি সেগুলি হল- copyright, related rights, trademarks। দ্বিতীয়ভাগে আছে  IPR সম্পর্কিত economic এবং অন্যান্য বিষয়গুলি নিয়ে আলেচনা করা হবে।

১০. Economics, Management, Entrepreneurship, IIT Kharagpur

এই কোর্সের মাধ্যমে পড়ুয়ারা economics, accounting, financial mangement এবং business strategy সম্বন্ধে ধারণা পাবে। এছাড়াও এখানে  কভার করানো হবে যে বিষয়গুলি তা হল- market equilibrium, cost management, এবং enterpreneurship। 

আরও পড়ুন: Sunita Williams: ৯ মাস অতিক্রান্ত! অবশেষে সুনীতাদের ফেরাতে চার মহাকাশচারীকে নিয়ে রওনা দিল মাস্কের মহাকাশযান...

এই সকল ফ্রি কোর্সগুলি প্রদান করছে IITs এবং এই কোর্সগুলির সঙ্গে যুক্ত হতে পারবে যে কোনও মানুষ এবং শিখতে পারবে অনেককিছু।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.