Aadhaar Card: আপনি গিবলিতে মজে? ওদিকে চ্যাটজিপিটি বানাচ্ছে আপনার আধার! ভয়ংকর খবরে তোলপাড় দেশ...
ChatGPT Generates Aadhaar Card: গিবলিতে মজে দেশ, ওদিকে চ্যাটজিপিটি মনের সুখে বানাচ্ছে নকল আধার কার্ড!

জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফেসবুক-ইনস্টাগ্রাম জুড়ে এখন প্রবল গিবলি (ChatGPT Studio Ghibli Images) ঝড়, গোটা দেশ সোশ্যাল মিডিয়ায় নতুন ট্রেন্ডিং জ্বরে কাবু। মুহূর্তে সাদামাটা ছবি জাপানিজ অ্যানিমে স্টাইলে সেই ছবিতে বদলে যাচ্ছে। ওপেনএআইয়ের চ্যাটজিপিটি ৪০ (ChatGPT's GPT-4o) তাদের নতুন ফিচার আনতেই সুনামির মতো আছড়ে পড়েছে গিবলি। চ্যাটজিপিটি প্রায় ৭০ কোটির উপর ছবি নিয়ে সেই ছবিকে গিবলিতে বদলেছে। আর গিবলিতে মেতেই মানুষ ডেকে এনেছে নিজেদের অজান্তে সর্বনাশ! ভয়ংকর খবরে উঠে এসেছে চাঞ্চল্য়কর রিপোর্ট।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News
আর্টিফিসিয়াস ইন্টেলিজেন্স ওরফে কৃত্রিম মেধার (AI) সুবিধা-অসুবিধা নিয়ে তর্ক-বিতর্ক চলছেই।ওপেনএআই-র চ্যাটজিপিটি নতুন ফিচারে কিন্তু তোলপাড় করে দিয়েছে। চ্যাটজিপিটি অবিকল আসলের মতো দেখতে ভুয়ো আধার কার্ড তৈরি করতে শুরু করে দিয়েছে। চ্যাটজিপিটি ব্যবহারকারীদের অনেকেই কিন্তু টেসলার সিইও এলন মাস্ক এবং ওপেনএআইয়ের স্যাম অল্টম্যানের আধারের মতো নথি তৈরি করেছেন। গত সপ্তাহ থেকে চ্যাটজিপিটি ৪০ গিবলি শিল্পকলায় মজেছে। আর তখন থেকেই সোশ্যাল মিডিয়ায় জাল আধার কার্ডের ছেয়ে গিয়েছে। কৃত্রিম মেধার সম্ভাব্য ব্যবহার নিয়ে যা রীতিমতো উদ্বেগ তৈরি করেছে! কারণ আধার কিন্তু অতি সংবেদনশীল নথি। যা কেন্দ্রীয় সরকার প্রতিটি ভারতবাসীর অনন্য পরিচয় হিসেবে তৈরি করেছে।
আসল আর নকল আইডির মধ্যে পার্থক্য কীভাবে করবেন? আসল এবং নকল আইডির মধ্যে পার্থক্য করার বিভিন্ন উপায় রয়েছে। চ্যাটজিপিটির মাধ্যমে আধার তৈরির জন্য আপলোড করা ছবির সঙ্গে মূল ছবিটি আলাদা। আসল এবং নকল আধারের মধ্যে বিরাম চিহ্নের পার্থক্যও রয়েছে। এআইয়ের তৈরি নকল নথির টেক্সট স্টাইল, কোলন স্থাপন এবং কমা সহ আধারের বাক্য গঠন আসল থেকে একেবারে আলাদা। তাছাড়া, এআইয়ের তৈরি ফন্টের মধ্যেও পার্থক্য রয়েছে। জাতীয় প্রতীক এবং অন্যান্য লোগোগুলি যখন এআই তৈরি করে, তখন আধার কিছুটা বিকৃত হয়ে যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্থক্য হল কিউআর কোড। জাল আইডি স্ক্যান করা যায় না। আসল আধার কার্ড স্ক্যান করলে UIDAI ওয়েবসাইটে চলে যায় যেখানে বিশদ বিবরণ পাওয়া যায়।