Earth Asteriod Encounter: তাজমহলের মতো বিশাল, ১০০ পরমাণু বোমার ক্ষমতাসম্পন্ন গ্রহাণু! ২৬ মার্চ বড় চ্যালেঞ্জের মুখে পৃথিবী?

Earth Asteriod Encounter: ওই গ্রহাণুর আকার তাজমহলের মত। লম্বার ৫৪০ ফুট। বিজ্ঞানীরা বলছেন এই ধরনের গ্রহাণু অত্যন্ত ক্ষতিকারক। কারণ এর আকার ও গতিবেগ  

Updated By: Mar 20, 2025, 12:52 PM IST
Earth Asteriod Encounter: তাজমহলের মতো বিশাল, ১০০ পরমাণু বোমার ক্ষমতাসম্পন্ন গ্রহাণু! ২৬ মার্চ বড় চ্যালেঞ্জের মুখে পৃথিবী?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তৈরি হচ্ছে আশঙ্কা। পৃথিবীর খুব কাছাকাছি চলে আসছে একটি গ্রহাণু। মারাত্মক এর গতি। আকার আয়তন শুনলে ভয় লেগে যাবে। কবে, কীরকম গতিতে এটি আমাদের গ্রহের পাশ দিয়ে চলে যাবে তা জানালেন বিজ্ঞানীরা।

গ্রহাণুটির নাম Asteroid 2014 TN 17 এবং এর গতি ঘণ্টা ৭৭,২৮২ কিলোমিটার প্রতি ঘণ্টা। আও একটু পরিস্কার করে বললে বলতে হয় ওই গ্রহাণুর আকার তাজমহলের মত। লম্বার ৫৪০ ফুট। বিজ্ঞানীরা বলছেন এই ধরনের গ্রহাণু অত্যন্ত ক্ষতিকারক। কারণ এর আকার ও গতিবেগ।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News

আরও পড়ুন-ভয়ংকর দুর্যোগ টানা কয়েকদিন, জেলায় জেলায় ৫০ কিমি বেগে ঝড়, শিলাবৃষ্টিতে তোলপাড় হবে রাজ্য

কখন এই গ্রহাণু আমাদের পাশ দিয়ে যাবে

বিজ্ঞানীরা বলছেন  Asteroid 2014 TN 17 পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসবে আগামী ২৬ মার্চ বিকেল ৫টা ৪ মিনিটে। আশার কথা হলে এটি পৃথিবীকে পাশ কাটিয়ে যাবে ৫০ লাখ কিলোমিটার দূর দিয়ে। অর্থাত্ পৃথিবী ও চাঁদের যে দূরত্ব তার থেকে ১৩ গুণ বেশি দূর দিয়ে। ফলে ভয়ের কোনও কারণ নেই, এমনটাই বলছেন বিজ্ঞানীরা। এই ধরনের গ্রহাণুকে বলা হয় অ্যাপলো শ্রেণির গ্রহাণু।

আরও পড়ুন-কালবৈশাখীতে পরিষেবা স্বাভাবিক রাখতে ময়দানে শিয়ালদহ ডিভিশন, জানুন ট্রেন চলাচলে কী প্রভাব পড়বে...

অ্যাপেলো শ্রেণির গ্রহাণুরা এমন অরবিটে ঘরে যা পৃথিবীর অরবিটকে অতিক্রম করে। এরা সবাই নিরাপদেই বেরিয়ে যায়। এদের অরবিটের সামন্য বদলই বড়সড় বিপর্যয় এনে দিতে পারে। মাধ্যাকর্ষণ শক্তি কিংবা মহাকাশে ভাসতে থাকা জঞ্জালের সঙ্গে সংঘর্ষ এদের পৃথিবীর দিকে টেনে আনতে পারে।

পৃথিবীর সঙ্গে এর সংঘর্ষ হলে

আমাদের গ্রহের সঙ্গে এই গ্রহাণুর সংঘর্ষ হলে কমপক্ষে ১০০টি পারমাণবিক বোমার মতো ক্ষতি করবে। দুনিয়াজুড়ে তৈরি হবে বিশাল আগুন। বছরের বছর ধরে যে ভূগোল আমরা দেখে আসছি তা একেবারেই বদলে দেবে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.