Airtel-Starlink agreement signed: এয়ারটেল-স্টারলিংক চুক্তি! ৫জি-র চেয়েও ১৫ গুণ হাইস্পিড ডেটা! কী কী সুবিধা... দাম কত?

Bharati Airtel signs agreement with Elon Musk's Starlink: স্টারলিঙ্কের ইন্টারনেট পরিষেবা ৫জি পরিষেবার থেকেও অন্তত ১৫ গুণ বেশি। ভারতে ইন্টারনেট পরিষেবার বৈপ্লবিক রূপান্তর ঘটবে। 

Updated By: Mar 12, 2025, 02:15 PM IST
Airtel-Starlink agreement signed: এয়ারটেল-স্টারলিংক চুক্তি! ৫জি-র চেয়েও ১৫ গুণ হাইস্পিড ডেটা! কী কী সুবিধা... দাম কত?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এয়ারটেলের সঙ্গে চুক্তি সই সম্পন্ন। ইলন মাস্কের স্টারলিংক ইন্টারনেট পরিষেবা এবার ভারতেও। চুক্তি সইয়ের পর ভারতী এয়ারটেলের ম্যানেজিং ডিরেক্টর এবং ভাইস চেয়ারম্যান গোপাল ভিট্টল জানিয়েছেন, স্টারলিংকের হাইস্পিড ইন্টারনেট পরিষেবা গ্রাহকরা এবার ভারতে এয়ারটেলের পরিকাঠামোর মাধ্যমে পাবেন । এর পাশাপাশি, স্পেসএক্সের সব পণ্যও এবার থেকে এয়ারটেলের বিপণিতে পাওয়া যাবে বলেও জানিয়েছেন তিনি। 

গোপাল ভিট্টলের কথায়, এয়ারটেল ও স্টারলিংকের চুক্তির ফলে আগামী প্রজন্ম অনেক উন্নততর ইন্টারনেট পরিষেবা পাবে। দুর্গম এলাকাতেও কাজ করবে এই হাইস্পিড ইন্টারনেট। ফলে দুর্গম এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্য পরিষেবা উপকৃত হবে। উল্লেখ্য, স্টারলিঙ্কের ইন্টারনেট পরিষেবা ৫জি পরিষেবার থেকেও অন্তত ১৫ গুণ বেশি। ফলে এই হাইস্পিড ডেটা ভারতে ইন্টারনেট পরিষেবার বৈপ্লবিক রূপান্তর ঘটবে বলে দাবি করেছেন স্পেসএক্সের প্রেসিডেন্ট গেয়ান্নে শটওয়েল।

এখন প্রশ্ন হচ্ছে, কত খরচ পড়বে এই হাইস্পিড ডেটায়? চুক্তির খবর প্রকাশ্যে আসার পর থেকেই সকলের নজর এখন এয়ারটেলের শেয়ারের দামের দিকে। ১১ মার্চ বাজার বন্ধের সময় ভারতী এয়ারটেলের শেয়ারের দাম ছিল ১,৬৬৪ টাকা। ২ শতাংশের একটু বেশি উঠেছিল এয়ারটেলের শেয়ারের দাম। অনেকেই বলছেন, এই বৃদ্ধি আপাত দৃষ্টিতে সামান্য হলেও, হয়তো তা আগামিদিনের জন্য পূর্বাভাস!

প্রসঙ্গত, বিনাামূল্যে ৪জি পরিষেবা এনে ভারতের বাজারে ইন্টারনেট বিপ্লব ঘটিয়েছিল মুকেশ অম্বানির রিলায়েন্স জিও। এখন স্টারলিংকের সঙ্গে এয়ারটেলের চুক্তি জিও-র একচ্ছত্র আধিপত্যে থাবা বসাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। যদিও জানা যাচ্ছে, এয়ারটেলের সঙ্গে চুক্তির একদিন পরই স্পেসএক্সের সঙ্গে চুক্তি করেছে জিও-ও! রিপোর্ট বলছে, অনেকটা একইধরনের সেই চুক্তি। জিও তার অনলাইন স্টোরফ্রন্টগুলির মাধ্যমে স্টারলিংকের ডিভাইস বিক্রি করবে।

আরও পড়ুন, RBI new notes 2025: BIG NEWS! ফের 'নোট বাতিল'? নতুন নোট আনছে RBI... কত টাকার? পুরনো নোট কি তাহলে 'অচল' হয়ে যাবে?

আরও পড়ুন, Pan-D tablet | Gastric: গ্যাস-অম্বলে মুঠো মুঠো প্যান-ডি খাচ্ছেন? ৩ বছরেই হতে পারে... নিজের ভয়ংকর চরম ক্ষতি করছেন আপনি! 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.