Jio massive subscriber addition: Jio ঝড়ে উল্টে গেছে সবাই! পিছোচ্ছে এয়ারটেল-ভোডাফোন! গ্রাহক কমছে বাংলাতেও...
Jio subscription: রিলায়েন্স জিওর ১৯৮ টাকার প্রিপেইড প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং, ১০০টি এসএমএস/দিন এবং ২ জিবি দৈনিক ডেটা রয়েছে। এই প্ল্যানে ব্যবহারকারীদের জন্য কোনও অতিরিক্ত খরচ ছাড়াই আনলিমিটেড 5G ইন্টারনেট বান্ডেল করা হয়েছে। JioTV এবং JioAICloud-এর অতিরিক্ত সুবিধা রয়েছে। ৫জি সুবিধাটি ব্যবহারকারীদের জন্য শুধুমাত্র ১৪ দিনের জন্য বাড়ানো হয়েছে, কারণ পরিষেবার মেয়াদও ১৪ দিন। FUP (ন্যায্য ব্যবহারের নীতি) ডেটা ব্যবহারের পরে ইন্টারনেটের গতি ৬৪ Kbps-এ কমে যায়।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলায় সবথেকে বড় টেলিকম ব্যবসা করছে রিলায়্যান্স জিয়োর অধীনে। শিল্পপতি মুকেশ অম্বানীর এই সংস্থাকে টেক্কা দেওয়ার মতো জায়গায় নেই অন্য কোনও কোম্পানি। সম্প্রতি 'টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া' বা ট্রাইয়ের একটি রিপোর্ট প্রকাশ্যে এনেছে। সেখানে দেখা যাচ্ছে, রিলায়্যান্স জিয়োর গ্রাহক সংখ্যা বৃদ্ধি পেলেও অন্যান্য টেলিকম সংস্থার গ্রাহক সংখ্যা নিম্নমুখী। এদের মধ্যে রয়েছে এয়ারটেল ও ভোডাফোন-আইডিয়ার (ভিআই)।
সম্প্রতি, চলতি বছরের এপ্রিল মাসের টেলিকম পরিষেবার সাবস্ক্রিপশন রিপোর্ট প্রকাশ্যে আনে ট্রাই। সরকারি তথ্য অনুযায়ী, বাংলা সার্কেলে রিলায়্যান্স জিয়োর গ্রাহকসংখ্যা বৃদ্ধি পেয়েছে ৩.৪ লক্ষ। অন্য দিকে মাত্র ন'হাজার গ্রাহক বেড়েছে এয়ারটেলের। এ ছাড়া ভিআই ও বিএসএনএল আগের গ্রাহক হারানোয় তাদের সূচক ক্রমশঃ নিম্নগামী হয়েছে।
টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির ব্যবসার অবস্থা বুঝতে ভিজ়িটর লোকেশন রেজিস্টার বা ভিএলআর সূচকের সাহায্য নেওয়া হয়। এর মাধ্যমে কত জন গ্রাহক কোন সংস্থার পরিষেবা ব্যবহার করছেন, সেই পরিসংখ্যান পাওয়া যায়। এটি শুধুমাত্র সিম কার্ড বিক্রি নয়, বরং টেলিকম পরিষেবায় গ্রাহকদের অংশগ্রহণের ভিত্তিতে ভিএলআরের সূচক নির্ধারিত হয়। ফলে এর মাধ্যমে কার পরিষেবা সবচেয়ে জনপ্রিয়, তা অতি সহজেই বোঝা যায়।
এই ভিএলআর সূচকের নিরিখেও অন্যান্য সংস্থার থেকে এগিয়ে রয়েছে রিলায়্যান্স জিয়ো। গত এপ্রিলে বাংলা সার্কেলে অম্বানীর সংস্থাটির মার্কেট শেয়ার বৃদ্ধি পায় ০.৪ শতাংশ। বিএসএনএল আগের অবস্থান ধরে রাখতে পারলেও এয়ারটেল ও ভিআইয়ের মার্কেট শেয়ার কমেছে উল্লেখযোগ্য ভাবে।
এ ছাড়া এপ্রিলে জিয়ো নেটওয়ার্ক বাংলায় নতুন গ্রাহক পেয়েছে ১.৭৯ লাখ। সেখানে এয়ারটেলের গ্রাহক ৫,৬০০ জন। এই দিক থেকে অম্বানীর টেলিকম সংস্থাটির মার্কেট শেয়ার ০.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
গত এপ্রিলে দেশব্যাপী টেলিকম ক্ষেত্রে গ্রাহকসংখ্যা বৃদ্ধি পেয়েছে ১৯ লক্ষ। ফেব্রুয়ারি ও মার্চের তুলনায় যা বেশ কিছুটা কম। সারা দেশে একমাত্র সংস্থা হিসাবে ৫৫ লক্ষ গ্রাহকের সংখ্যা বাড়াতে পেরেছে রিলায়্যান্স জিয়ো। অন্যদিকে এয়ারটেল ৪১ লক্ষ, ভিআই ১১ লক্ষ এবং বিএসএনএল ১৮ লক্ষ সক্রিয় গ্রাহক হারিয়েছে বলেই রিপোর্টে জানিয়েছে ট্রাই।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)