জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আজ কোথায় এগিয়ে গিয়েছে বিজ্ঞান! প্রতি মুহূর্তে চমকে দিচ্ছে প্রযুক্তির আশীর্বাদ। আর এবার চিনের ডাক্তাররা ইতিহাস লিখে ফেললেন অবিশ্বাস্য কাজ করে। চিকিৎসা ক্ষেত্রের যুগান্তকারী অগ্রগতির খবরই শিরোনামে জায়গা করে নিল। স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করে ৫০০০ কিলোমিটারেরও বেশি দূরে বসে সফলভাবে রোবোটিক সার্জারি (Remote Robotic Surgery) করলেন চিনা ডাক্তাররা। যা আগামী দিনে বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবায় বিপ্লবের সূচনা করল...
পিএলএ জেনারেল হসপিটালের অধ্যাপক রং লিউয়ের নেতৃত্বে, দলটি লাসার একটি অপারেটিং সেন্টার থেকে বেজিংয়ের দুই রোগীর জটিল লিভার সার্জারি করে ফেললেন! এই প্রথমবার স্যাটেলাইট কমিউনিকেশনের ব্যবহার করে এই ধরনের দীর্ঘ-দূরত্বের অস্ত্রোপচার সফল ভাবে পরিচালনা করা হল। যা প্রত্যন্ত, সুবিধাবঞ্চিত বা দুর্যোগ-কবলিত এলাকায় অস্ত্রোপচারের বড় চ্যালেঞ্জের মোকাবিলায় দৃষ্টান্ত স্থাপন করা হল।
আরও পড়ুন: মহাকাশেও আসে প্রকৃতির ডাক, কীভাবে সাড়া দেন নভশ্চররা? শৌচকর্মের পর মল-মূত্রের কী হয়?
ঐতিহ্যবাহী ফাইভজি টেলিসার্জারি দূরত্ব এবং পরিকাঠামোয় সীমাবদ্ধ। সাধারণত ৫০০০ কিলোমিটারের মধ্যে স্থলজ নেটওয়ার্কের উপর নির্ভরশীল। যদিও স্যাটেলাইটের দৌলতে বিশ্বব্যাপী হাই লেটেন্সি দিয়ে থাকে। ৬০০ মিলিসেকেন্ডের বেশি -অস্ত্রোপচারের নির্ভুলতার জন্য প্রয়োজনীয় ২০০ মিলিসেকেন্ডের নিঁখুত লেটেন্সি। তবে এই নেটওয়ার্কের বাধা কাটাতেই লিউয়ের টিমে তিনটি উদ্ভাবন তৈরি করেন।
অ্যাডাপটিভ লেটেন্সি কম্পেনসেশন: বিলম্বিত-এরর সিঙ্ক্রোনাইজেশন এবং নিউরাল নেটওয়ার্কের পূর্বাভাস দেয় যা। সিস্টেমটি রোবোটিক আর্ম এরর ৬৩২ মিলিসেকেন্ড ল্যাটেন্সির মধ্যে মাত্র ০.৩২ মিমিতে রাখে।
ডুয়াল-লিঙ্ক রিডানডেন্সি: যদি স্যাটেলাইট সংযোগ ব্যর্থ হয়, তাহলে সিস্টেমটি স্বয়ংক্রিয়ভাবে ২৮০ মিলিসেকেন্ডের মধ্যে ফাইভজি ব্যাকআপে স্যুইচ করে এবং রোবোটিক আর্মগুলিকে নিরাপদ হোল্ডে রাখে।
ডায়নামিক ব্যান্ডউইথ অ্যালোকেশন: সার্জিক্যাল কমান্ড এবং ইমেজিংকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল এখানে। ফুল এইচডি ভিডিয়োর মান বজায় রেখে ব্যান্ডউইথের চাহিদা ৬২ শতাংশ কমিয়ে আনা হয়েছিল।
পৃথিবী থেকে ৩৬০০০ কিলোমিটার উপরের কক্ষপথে অ্যাপস্টার সিক্স-ডি স্যাটেলাইটের মাধ্যমে অস্ত্রোপচার পরিচালিত হয়েছিল। সার্জনরা ৬৮ বছর বয়সী রোগীর লিভার ক্যান্সারের সঙ্গেই ৫৬ বছর বয়সী রোগীর হেপাটিক হেম্যানজিওমা আক্রান্ত ব্যক্তির সফল চিকিৎসা করেছেন। দু'টি অস্ত্রোপচারই ১০৫ থেকে ১২৪ মিনিট ধরে হয়েছে। রক্তক্ষরণ ছিল প্রায় নামমাত্র (স্রেফ ২০ মিলি) এবং কোনও বড় জটিলতাও ছিল না।
আরও পড়ুন: লঞ্চ থেকে ডকিং হয়ে ফেরা; শুভাংশু শুক্লারা ১৪ দিনে মহাকাশে কী করবেন? জলের মতো বুঝুন...
উভয় রোগীকেই ২৪ ঘণ্টার মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে! এই সাফল্য পূর্ববর্তী মাইলফলকগুলির উপর ভিত্তি করেই হয়েছে। যার মধ্যে রয়েছে ২০২৪ সালে 'প্রোস্টেট রিমুভাল', যেখানে ডাঃ ঝাং জু রোম থেকে বেজিং পর্যন্ত মাত্র ১৩৫ মিলিসেকেন্ড ল্যাটেন্সি নিয়ে অপারেশন করেছিলেন। এই অগ্রগতি সার্জিক্যাল রোবটের কাজের পরিসর ৫,০০০ কিলোমিটার থেকে ১৫০০০০ কিলোমিটারেরও বেশি বাড়িয়েছে! যার ফলে যুদ্ধক্ষেত্র, ভূমিকম্প বিধ্বস্ত অঞ্চল এবং বিচ্ছিন্ন অঞ্চলেও জীবন রক্ষা করতে সক্ষম হবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)