Github: ভারতীয়দের কাজে রাখতে নারাজ মাইক্রোসফটের সংস্থা! চাকরি খোয়ালেন ইন্ডিয়ান ইঞ্জিনিয়াররা
বিশ্বের অন্যতম বড় ডেভেলপার মার্কেট এবং বড় পরিসরে ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ টেকনিক্যাল হাব হিসেবে পরিচিত ভারত। কিন্তু তা সত্ত্বেও পুরো ভারতীয় টিমে কর্মী ছাঁটাই আশ্চর্যজনক। ওরস আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের তুলনায় ভারতে শ্রমিকের খরচ অনেক কম।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের ছাঁটাই। প্রযুক্তি সংস্থাগুলোয় ছাঁটাই যেন থামবার কথা ভাবছেই না। এবার কর্মী ছাঁটাই করল মাইক্রোসফটের কোম্পানি গিটহাব (Github)। ভারতীয় ইঞ্জিনিয়ারিংয়ের পুরো টিমটারই চাকরি গিয়েছে। মাইক্রোসফটের মালিকানাধীন সফটওয়্যার কোড হোস্টিং প্ল্যাটফর্ম গিটহাব ১৪০ জন ডেভেলপারের পুরো ভারতীয় ইঞ্জিনিয়ারিং টিমকেই বরখাস্ত করেছে। নিউজলেটার প্রাগম্যাটিক ইঞ্জিনিয়ার পরিচালনাকারী গারগেলি ওরস এই ছাঁটাই সম্পর্কে রিপোর্ট করেছেন। তিনি বলেন, 'আমি যা শুনছি GitHub-এর ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং টিম আর নেই। পুরো টিমকে একসঙ্গে বাতিল করার কথা জানানো হয়েছে। আমরা প্রায় ১০০ জন ইঞ্জিনিয়ারের কথা বলছি।'
আরও পড়ুন, Twitters Source Code Leaked: প্রাক্তন কর্মীর প্যাঁচে তথ্য ফাঁস, বিপদের মুখে ট্যুইটার
বিশ্বের অন্যতম বড় ডেভেলপার মার্কেট এবং বড় পরিসরে ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ টেকনিক্যাল হাব হিসেবে পরিচিত ভারত। কিন্তু তা সত্ত্বেও পুরো ভারতীয় টিমে কর্মী ছাঁটাই আশ্চর্যজনক। ওরস আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের তুলনায় ভারতে শ্রমিকের খরচ অনেক কম। যদিও এই ছাঁটাইয়ের নেপথ্যে একটা কারণ হতে পারে এই টিম সংস্থায় অন্য টিমগুলোর তুলনায় ছোট এবং ততটা অগ্রাধিকারের জায়গায় ছিল না।
কর্মী পরিসংখ্যান বলছে, ছাঁটাইয়ের আগে গিটহাব কোম্পানিতে মোট ৩০০০ কর্মী নিযুক্ত ছিলেন। কর্মীদের পাঠানো একটি ইমেলে ইতিমধ্যেই ছাঁটাই নিয়ে মুখ খুলেছেন গিটহাবের সিইও থমাস ডহমক। তিনি জানিয়েছেন, যেকোনও ব্যবসা চালানোর জন্য সঠিক বৃদ্ধি থাকা প্রয়োজন। এমন পরিস্থিতিতে নিজেদের বৃদ্ধির জন্য এই কঠিন সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি।
ওয়েবসাইট টেক ক্রাঞ্চকে গিটহাবের মুখপাত্র জানিয়েছেন, ফেব্রুয়ারিতে পুনর্গঠন পরিকল্পনার অংশ হিসেবে কর্মী সংখ্যা কমানো যদিও দীর্ঘমেয়াদি পরিকল্পনা হিসাবে কঠিন তবু এই সিদ্ধান্ত স্বল্পমেয়াদে ব্যবসার স্বাস্থ্য রক্ষা করবে। আর এটা প্রয়োজনীয় সিদ্ধান্ত। ফেব্রুয়ারিতে এ সংস্থা যে ১০% কর্মী ছাঁটাই করার কথা ঘোষণা করেছিল তারই অংশ হিসেবে এই ছাঁটাই।
আরও পড়ুন, UPI Payment: এবার ব্যয়বহুল হচ্ছে ইউপিআই লেনদেন! দিতে হবে অতিরিক্ত চার্জ