Jio Cheapest 5G Plan: Jio মানেই আনলিমিটেড ৫ জি! যে কারণে আম্বানিদের এই প্ল্যান সবচেয়ে সস্তায় বড় ডিল...

Jio Plan: 

নবনীতা সরকার | Updated By: May 30, 2025, 05:24 PM IST
Jio Cheapest 5G Plan: Jio মানেই আনলিমিটেড ৫ জি! যে কারণে আম্বানিদের এই প্ল্যান সবচেয়ে সস্তায় বড় ডিল...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল: 

জিওর মালামাল অফার!

জলের দরে আনলিমিটেড ফ্রি কল সঙ্গে ইন্টারনেট ফ্রি।

রিলায়েন্স জিওর ১৯৮ টাকার প্রিপেইড প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং, ১০০টি এসএমএস/দিন এবং ২ জিবি দৈনিক ডেটার অফার নিয়ে আসছে। এই প্ল্যানে ব্যবহারকারীরা কোনও অতিরিক্ত খরচ ছাড়াই আনলিমিটেড ৫জি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। জিওটিভি এবং জিওএআইক্লাউডের অতিরিক্ত সুবিধাও রয়েছে। 

আরও পড়ুন: COVID 19 cases in Kolkata: গোটা দেশেই আতঙ্ক বাড়াচ্ছে নতুন জাতের কোভিড! ফের আক্রান্তের সংখ্যা বাড়ছে বাংলাতেও...

রিলায়েন্স জিওর সবচেয়ে সস্তা প্রিপেইড 5G প্ল্যান

198 টাকায় পাওয়া যাচ্ছে এই প্ল্যান। আপনার পরিষেবাগুলিতে 5G নেটওয়ার্ক বান্ডেল করতে চাইলে এটি ইন্ডাস্ট্রির সবচেয়ে সস্তা প্ল্যান। 5G মূলত বর্তমানে ভারতে গ্রাহকদের জন্য একটি বিনামূল্যের পরিষেবা। টেলিকম সংস্থাগুলি 2GB দৈনিক ডেটা বান্ডেলড প্ল্যান দিয়ে এটি অফার করছে। জিওর সবচেয়ে সস্তা 2GB দৈনিক ডেটা প্ল্যান হল 198 টাকার প্ল্যান। 

জিও সারা ভারতের গ্রাহকদের জন্য এই প্ল্যানটি অফার করছে। এটি এমন একটি প্ল্যান যা স্বল্পমেয়াদী পরিষেবার বৈধতা প্রদান করে। আপনি যদি এমন কেউ হন যিনি আপনার এলাকা বা ডিভাইসে জিওর 5G আপনার জন্য ভাল কাজ করে কিনা তা পরীক্ষা করতে চান, তাহলে আপনি এই প্ল্যানটি রিচার্জ করে পরীক্ষা করতে পারেন। এটি আপনাকে বুঝতে সাহায্য করবে যে জিওর 5G পেতে দীর্ঘমেয়াদী 2GB দৈনিক ডেটা প্ল্যানে অর্থ বিনিয়োগ করা মূল্যবান কিনা।

আরও পড়ুন: Virus X Outbreak: অপেক্ষায় আর এক ভয়াল ভাইরাস, মারা যাবে ২০ কোটি মানুষ! WHO-র বিপদঘণ্টা...

রিলায়েন্স জিওর ১৯৮ টাকার প্ল্যান 

রিলায়েন্স জিওর ১৯৮ টাকার প্রিপেইড প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং, ১০০টি এসএমএস/দিন এবং ২ জিবি দৈনিক ডেটা রয়েছে। এই প্ল্যানে ব্যবহারকারীদের জন্য কোনও অতিরিক্ত খরচ ছাড়াই আনলিমিটেড 5G ইন্টারনেট বান্ডেল করা হয়েছে। JioTV এবং JioAICloud-এর অতিরিক্ত সুবিধা রয়েছে। ৫জি সুবিধাটি ব্যবহারকারীদের জন্য শুধুমাত্র ১৪ দিনের জন্য বাড়ানো হয়েছে, কারণ পরিষেবার মেয়াদও ১৪ দিন। FUP (ন্যায্য ব্যবহারের নীতি) ডেটা ব্যবহারের পরে ইন্টারনেটের গতি ৬৪ Kbps-এ কমে যায়।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.